রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট
রিজেন্সির কবির-ফাহিমের জামিন বিষয়ে আদালতের ব্যাখ্যা তলব
১৮ কোটি টাকা আত্মসাৎ মামলায় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবির রেজা ও পরিচালক ফাহিম আরিফ মোতাহারকে কোন ক্ষমতাবলে জামিন দেয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ ব্যাপারে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্টেট সত্যব্রত শিকদারকে দুই সপ্তাহের মধ্যে লিখিত ব্যাখ্যা আদালতে দাখিল করতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে কবির রেজা ও ফাহিম আরিফ মোতাহারকে দেয়া জামিন স্থগিত করেছেন আদালত। এছাড়া আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
আরও পড়ুন: আদালতে বসতে পারবেন না সেই বিচারক
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মুরাদ রেজা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ।
আইনজীবী খুরশীদ আলম খান বলেন, রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের কোটি টাকা বিনিয়োগে হোটেল নির্মাণের লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে বিনিয়োগ সংগ্রহ করে ১৮ কোটি ৯৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন ভুক্তভোগীরা। সেই মামলায় কবির রেজা ও ফাহিম আরিফ মোতাহারকে ১৮ মার্চ জামিন দেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার। ওই জামিনের বিরুদ্ধে বাদীপক্ষ জজ আদালতে আবেদন করেন। জজ আদালত সে আবেদন খারিজ করলে বাদী পক্ষ হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট তাদের জামিন স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। পাশাপাশি এ ঘটনায় বিচারকের কাছে ব্যাখ্যা তলব করেন।
আরও পড়ুন: ফটো সাংবাদিক কাজলের বিরুদ্ধে আদালতের অভিযোগ গঠন
২ বছর আগে