ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
সাভারে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
সাভারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে পান্না বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার আমিনবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ইউপি নির্বাচনে সহিংসতায় শার্শায় আহত ব্যক্তির মৃত্যু
পুলিশের ভাষ্য, সকালে আমিনবাজার এলাকায় পান্না বেগম নামের ওই নারী মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ওই নারী মাদক ব্যবসায়ী তাকে গ্রেপ্তারের বিষয়টি বুঝতে পেরে চার তলা ভবনের ছাদে উঠে অন্য একটি ভবনের ছাদে পালিয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়ে দেয়।
আরও পড়ুন: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু
এদিকে, সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে তরুণী ও ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
৩ বছর আগে