ঢাকা সাব-এডিটর কাউন্সিল
সাংবাদিক শামীম মাশরেকী আর নেই
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাবেক কর্মকর্তা ও ডিস্ট্রিকনিউজ২৪-এর উপদেষ্টা সম্পাদক মো. শামীম মাশরেকী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মঙ্গলবার সকালে ট্রেনযোগে ঈশ্বরগঞ্জ থেকে ঢাকা আসার পথে ট্রেনেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। বাংলাদেশ রেলওয়ে পুলিশ (জিআরপি) পুলিশ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন । তিনি স্ত্রী, এক ছেলেসহ আত্মীয়-স্বজন, সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য মো. শামীম মাশরেকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আর পড়ুন: চলে গেলেন প্রবীণ সাংবাদিক রফিকুল হক ‘দাদুভাই’
জ্যেষ্ঠ সাংবাদিক হামিদুজ্জামান রবি মারা গেছেন
৩ বছর আগে