বাঁধন
ময়মনসিংহে সাড়ে ৩৫ হাজার ব্যাগ রক্ত সরবরাহ করেছে বাঁধন
ময়মনসিংহ অঞ্চলে গত ২৪ বছরে সর্বমোট ৩৫ হাজার ৪২৫ ব্যাগ বিশুদ্ধ রক্ত সরবরাহ করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) জোনাল পরিষদ।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বাঁধনের বাকৃবি জোনের কার্যালয়ে সংগঠনটির কার্যক্রম শুরুর ২৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান বাকৃবি জোনের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার ফেরদাউস রিফাত।
তিনি বলেন, বাকৃবি জোনের মাধ্যমে ৫৬ হাজার ৮৮১ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিতে সক্ষম হয়েছি।
এসময় দিবসটি উপলক্ষে বিভিন্ন খেলাধুলা ও অনলাইন কুইজে মেতে উঠেন বাকৃবির বাঁধনকর্মীরা।
আরও পড়ুন: শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হয়রানি বন্ধের আহ্বান শিক্ষা উপদেষ্টার
বাঁধন বাকৃবি জোনের সভাপতি সোয়েব মীম বলেন, ময়মনসিংহ একটি থ্যালাসেমিয়াপ্রবণ অঞ্চল। প্রায় প্রতিদিনই থ্যালাসেমিয়া রোগীর জন্য আমাদের রক্ত সরবরাহ করতে হয়। সম্মানিত রক্তদাতারাই আমাদের সংগঠনের প্রাণ। আমরা আশাকরি আগামী দিনগুলোতে মানবতার সেবায় রক্তদাতারা সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
বাঁধনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. শামীম গাজী বলেন, ‘একের রক্ত অন্যের জীবন, রক্ত হোক আত্মার বাঁধন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বাঁধন বাকৃবি জোনের কার্যক্রম শুরুর ২৪ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে বাকৃবি জোনের অন্তর্গত সকল হল ইউনিটের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের বাঁধন কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, বাঁধন রক্তদানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রক্ত তো অনেক পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি বাঁধনের রক্ত সর্বোচ্চ বিশুদ্ধ রক্ত। আশা করব সংগঠনটির সাবেক ও নতুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাঁধন অনেক দূর এগিয়ে যাবে।
এসময় বাঁধন বাকৃবি জোনের সভাপতি সোয়েব মীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল্লাহ, বাঁধনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. শামীম গাজীসহ বাকৃবি জোনের উপদেষ্টা, ১৩টি হল ইউনিট ও ১টি হল পরিবারের বাঁধনকর্মী ও নেতারা।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য হলেন অধ্যাপক সায়েমা হক বিদিশা
হাসিনা সরকারের পতনের এক মাস পর 'শহীদি মার্চে' যোগ দিতে ঢাবিতে শিক্ষার্থী-জনতার ঢল
৩ মাস আগে
নেটফ্লিক্সে বাঁধনের ‘খুফিয়া’ আসছে ৫ অক্টোবর
অভিনেত্রী আজমেরি হক বাঁধনের বলিউডে অভিষেকের খবর এরইমধ্যে ভক্তদের জানা। তবে অপেক্ষা ছিল কবে বাংলাদেশের এই তারকাকে দেখা যাবে পর্দায়। সেই অপেক্ষা শেষ হচ্ছে শিগগিরই।
আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে বাঁধন অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’।
এরইমধ্যে প্রকাশ হয়েছে ‘খুফিয়া’র ট্রেলার। যেটি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন বাঁধন। আর ট্রেলারে কয়েক ঝলক দেখা গেল এই তারকাকে।
আরও পড়ুন: জাওয়ান: বাদশাহ তার ‘মুকুট’ নিয়ে ফিরল
বিশাল ভরদ্বাজ পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন টাবু, আশীষ বিদ্যার্থী, আলী ফজলসহ অনেকে।
২০২১ অক্টোবরে দিল্লিতে শুরু হয় সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন বাঁধন।এতে কাজের অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমে বাঁধন বলেন, ‘এটি অবশ্যই আমার জন্য বড় প্রাপ্তি। বিশাল ভরদ্বাজের পরিচালনায় কাজ ও টাবুর সঙ্গে পর্দা ভাগাভাগি পুরোটাই আমার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ ছিল। বাকিটা দর্শক পর্দায় আমাকে দেখার পর বলতে পারবেন।’
আরও পড়ুন: 'সুজন মাঝি' নিজ গুণে দর্শক পাবে: নিপুণ
বাংলাদেশেও আজ মুক্তি পাচ্ছে 'জাওয়ান'
১ বছর আগে
নেটফ্লিক্সের পর্দায় বলিউডে বাঁধনের প্রথম ঝলক
‘রেহেনা মরিয়ম নূর’-এর ব্যাপক সফলতার পর আজমেরি হক বাঁধনের আরও একটি চমক ছিল বলিউডের সিনেমায় অভিনয়। সেটি নিয়ে অনেক জল্পনার মধ্য দিয়ে গিয়েছিল সময়টা। মুম্বাইয়ে শুটিং শেষে সেই অভিজ্ঞতার কিছুটা জানিয়েছিলেন এই অভিনেত্রী।
‘খুফিয়া’ শিরোনামে সিনেমাটির পরিচালক বিশাল ভরদ্বাজ। সোমবার (২৯ আগস্ট) রিলিজ হলো ‘খুফিয়া’র টিজার।
আরও পড়ুন: নেটফ্লিক্সের জন্য চিত্রনাট্য লিখছেন মেঘ
টিজারটি রিলিজ করেছে নেটফ্লিক্স। যেখানে এক ঝলক দেখা গেল বাঁধনকে। শাড়ি পরে রহস্যজনক এক লুকে দেখা দিয়েছেন তিনি। টিজারের শুরুতে দেখা গেছে সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করা বলিউড তারকা টাবুকে। এছাড়াও ছিলেন আলী ফজল, আশিষ বিদ্যার্থী।
একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘খুফিয়া’। যার চিত্রনাট্য তৈরি হয়েছে লেখন অমর ভুশান-এর ‘এস্কেপ টু নো হোয়ার’ থেকে।
প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর আজমেরি হক বাঁধন ফিরেছিলেন ‘রেহেনা মরিয়ম নূর’ দিয়ে। এরপরই ক্যারিয়ারের সবচেয়ে সুসময় শুরু হলো তার। এই আলোচনা শেষ না হতেই মুক্তি পায় কলকাতার প্রথম ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি।’ যেটির পরিচালক ছিলেন সৃজিত মুখার্জি। এরপরই বাঁধনের বলিউড যাত্রা।
আরও পড়ুন: মাধবন ও সুর্ভিন চাওলা অভিনীত নেটফ্লিক্স ওয়েব সিরিজ ‘ডিকাপল্ড’
রেড নোটিশ: নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল মুভি
২ বছর আগে
বড় পর্দায় তাহসান-বাঁধন জুটির ‘অ্যা ব্লেসড ম্যান’
দর্শকদের চাহিদা ও গল্পের চরিত্র অনুযায়ী চলচ্চিত্র নির্মাতাগণ বিভিন্ন ভাবে সাজিয়ে থাকেন তাদের সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের সন্নিবেশ। কখনও মূল চরিত্রে নতুন নায়ক-নায়িকা দিয়ে চমকে দেন দর্শকদের। আবার কখনও একসাথে জোট বাঁধেননি এমন সংবেদনশীল তারকাদের ছবির শ্রেষ্ঠাংশে এনেও হৈচৈ ফেলে দেন। ঠিক এমনটাই হতে যাচ্ছে ‘অ্যা ব্লেসড ম্যান’ শিরোনামের সিনেমাটির বেলায়। প্রথমবারের মত বড় পর্দায় দেখা যাবে তাহসান-বাঁধন জুটিকে। চলুন, চলচ্চিত্রটির ব্যাপারে কিছু তথ্য জেনে নেয়া যাক।
মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘অ্যা ব্লেসড ম্যান’
আধুনিক রূপকথার কাহিনীকে উপজীব্য করে এগিয়ে যাবে সিনেমাটির চিত্রনাট্য। এই আলোকে দর্শককে উৎকন্ঠায় ভরিয়ে দিতে নাটকীয় ভঙ্গিমায় সংযোজন ঘটবে কিছু মনস্তাত্ত্বিক উপকরণ। সর্বসাকূল্যে শেষ দৃশ্য পরিবেশনের পরেও রেশ রেখে যাবার উদ্দেশ্য নিয়ে অতিযত্নে বোনা হয়েছে এই সিনেমার গল্প।
আরও পড়ুন: ‘জয় ভীম’: হলিউডকে পেছনে ফেলে আইএমডিবি রেটিং-এ শীর্ষে প্রথম ভারতীয় চলচ্চিত্র
অ্যা ব্লেসড ম্যান সৃষ্টির নেপথ্যে যারা
ধরাবাঁধা বাংলা সিনেমার গন্ডি পেরিয়ে ‘দ্যা লাস্ট ঠাকুর’ নামের জনপ্রিয় চলচ্চিত্রটি নির্মিত হয়েছিলো ২০০৮ সালে। তার প্রায় এক যুগ পর দ্বিতীয়বার পরিচালনায় নামছেন ২০১৮ এর ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ ডকু চলচ্চিত্রের চিত্রগ্রাহক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র নির্দেশক সাদিক আহমেদ। তিনি সিনেমা বানানোর কাজ শুরু করেন শর্টফিল্ম ‘তাঞ্জু মিঞা’ নির্মাণের মাধ্যমে ২০০৬ সালে।
‘অ্যা ব্লেসড ম্যান’-এর প্রযোজনায় থাকছে অ্যাপল বক্স। ২০২২ এর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ছবিটি শ্যূটিং-এর সেটে যাবে। অবশ্য গত দুই মাস ধরে অভিনেতা-অভিনেত্রীদের মাঝে চলছে তাদের নিজ নিজ ভূমিকার অনুশীলন। কারণ সাদিকের প্রথম ছবির মতই এটাও অন্যান্য আর দশটা বাংলা সিনেমা থেকে আলাদা। ছবিটির নায়ক সঙ্গীতশিল্পী তাহসানের ভাষায়, ‘বাংলা সিনেমা অনেকভাবে আমরা দেখেছি, কিন্তু সাদিক আহমেদের দেখার ভঙ্গিমা একেবারে আলাদা’।
আরও পড়ুন: সিয়াম-পূজা জুটি ও তাসকিনের অ্যাকশন থ্রিলার ‘শান’ দিয়ে শুরু হচ্ছে নতুন বছর
চিত্রনায়িকা বাঁধন অ্যাপল বক্স মুভি নির্মাণ প্রতিষ্ঠানকে সরাসরি মুম্বাই প্রোডাকশ হাউজের সাথে তুলনা করেছেন। আর সিনেমার গল্পের ব্যাপারে বলতে গিয়ে বলেন, ‘এটা আসলে কোনো নায়ক-নায়িকা নির্ভর গল্প নয়। এ ধরনের গল্প এখনও আমাদের দেশের পর্দায় উঠে আসেনি।’
৩ বছর আগে