দর্শকদের চাহিদা ও গল্পের চরিত্র অনুযায়ী চলচ্চিত্র নির্মাতাগণ বিভিন্ন ভাবে সাজিয়ে থাকেন তাদের সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের সন্নিবেশ। কখনও মূল চরিত্রে নতুন নায়ক-নায়িকা দিয়ে চমকে দেন দর্শকদের। আবার কখনও একসাথে জোট বাঁধেননি এমন সংবেদনশীল তারকাদের ছবির শ্রেষ্ঠাংশে এনেও হৈচৈ ফেলে দেন। ঠিক এমনটাই হতে যাচ্ছে ‘অ্যা ব্লেসড ম্যান’ শিরোনামের সিনেমাটির বেলায়। প্রথমবারের মত বড় পর্দায় দেখা যাবে তাহসান-বাঁধন জুটিকে। চলুন, চলচ্চিত্রটির ব্যাপারে কিছু তথ্য জেনে নেয়া যাক।
মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘অ্যা ব্লেসড ম্যান’
আধুনিক রূপকথার কাহিনীকে উপজীব্য করে এগিয়ে যাবে সিনেমাটির চিত্রনাট্য। এই আলোকে দর্শককে উৎকন্ঠায় ভরিয়ে দিতে নাটকীয় ভঙ্গিমায় সংযোজন ঘটবে কিছু মনস্তাত্ত্বিক উপকরণ। সর্বসাকূল্যে শেষ দৃশ্য পরিবেশনের পরেও রেশ রেখে যাবার উদ্দেশ্য নিয়ে অতিযত্নে বোনা হয়েছে এই সিনেমার গল্প।
আরও পড়ুন: ‘জয় ভীম’: হলিউডকে পেছনে ফেলে আইএমডিবি রেটিং-এ শীর্ষে প্রথম ভারতীয় চলচ্চিত্র
অ্যা ব্লেসড ম্যান সৃষ্টির নেপথ্যে যারা
ধরাবাঁধা বাংলা সিনেমার গন্ডি পেরিয়ে ‘দ্যা লাস্ট ঠাকুর’ নামের জনপ্রিয় চলচ্চিত্রটি নির্মিত হয়েছিলো ২০০৮ সালে। তার প্রায় এক যুগ পর দ্বিতীয়বার পরিচালনায় নামছেন ২০১৮ এর ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ ডকু চলচ্চিত্রের চিত্রগ্রাহক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র নির্দেশক সাদিক আহমেদ। তিনি সিনেমা বানানোর কাজ শুরু করেন শর্টফিল্ম ‘তাঞ্জু মিঞা’ নির্মাণের মাধ্যমে ২০০৬ সালে।
‘অ্যা ব্লেসড ম্যান’-এর প্রযোজনায় থাকছে অ্যাপল বক্স। ২০২২ এর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ছবিটি শ্যূটিং-এর সেটে যাবে। অবশ্য গত দুই মাস ধরে অভিনেতা-অভিনেত্রীদের মাঝে চলছে তাদের নিজ নিজ ভূমিকার অনুশীলন। কারণ সাদিকের প্রথম ছবির মতই এটাও অন্যান্য আর দশটা বাংলা সিনেমা থেকে আলাদা। ছবিটির নায়ক সঙ্গীতশিল্পী তাহসানের ভাষায়, ‘বাংলা সিনেমা অনেকভাবে আমরা দেখেছি, কিন্তু সাদিক আহমেদের দেখার ভঙ্গিমা একেবারে আলাদা’।
আরও পড়ুন: সিয়াম-পূজা জুটি ও তাসকিনের অ্যাকশন থ্রিলার ‘শান’ দিয়ে শুরু হচ্ছে নতুন বছর
চিত্রনায়িকা বাঁধন অ্যাপল বক্স মুভি নির্মাণ প্রতিষ্ঠানকে সরাসরি মুম্বাই প্রোডাকশ হাউজের সাথে তুলনা করেছেন। আর সিনেমার গল্পের ব্যাপারে বলতে গিয়ে বলেন, ‘এটা আসলে কোনো নায়ক-নায়িকা নির্ভর গল্প নয়। এ ধরনের গল্প এখনও আমাদের দেশের পর্দায় উঠে আসেনি।’