সি২৫ওয়াই
বিক্রির নতুন রেকর্ড গড়ল রিয়েলমি সি২৫ওয়াই
মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই রেকর্ড সংখ্যক সি২৫ওয়াই বিক্রি করে নতুন রেকর্ড গড়লো স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। দারাজের ক্যাম্পেইনে মাত্র পাচঁ মিনিটেই চার হাজার ইউনিট রিয়েলমি সি২৫ওয়াই বিক্রি হয়েছে।
৫০ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, পাচঁ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট কুইক চার্জার সমৃদ্ধ চমৎকার এ ফোনটি ব্যবহারকারীদের দিবে নিরবচ্ছিন্ন স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা। এ ফোনে আছে শক্তিশালী ইউনিসক টি৬১০ প্রসেসর, ৪জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সুবিধা।
ক্রেতারা এ ফোন কিনতে পারবেন মাত্র ১৩ হাজার ৯৯০ টাকায়।
রিয়েলমি সি২৫ওয়াই টিইউভি রাইনল্যান্ড হাই রিলায়েবিলিটি সার্টিফাইড স্মার্টফোন। ২০টিরও বেশি এক্সট্রিম টেস্ট উত্তরণের পর এই সার্টিফিকেট পেয়েছে স্মার্টফোনটি।
রিয়েলমি সি২৫ওয়াই কেনার জন্য নিকটতম রিয়েলমি ব্র্যান্ড শপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন -https://cutt.ly/realme_Brand_Shop
আরও পড়ুন: দেশের বাজারে এলো ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি নিও ২
বাংলাদেশে জিটি সিরিজের সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে রিয়েলমি
৩ বছর আগে