নবজাতক মৃত্যুর অভিযোগ
গাইবান্ধায় ভুল চিকিৎসায় নবজাতক মৃত্যুর অভিযোগ
গাইবান্ধায় ভুল চিকিৎসায় এক নবজাতক শিশু মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে গাইবান্ধা জেলা হাসপাতালে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, গত মঙ্গলবার ওই নবজাতকের জন্ম হয়। বৃহস্পতিবার বিকালে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।
আরও পড়ুন: চমেকের টয়লেট থেকে নবজাতক উদ্ধার
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি গোদারহাট এলাকার বাসিন্দা নবজাতকের পিতা রাজু মিয়া অভিযোগ করেন, চিকিৎসাধীন অবস্থায় নবজাতকের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটির অক্সিজেন মাস্ক খুলে দেয়া হয়। তারপর তার শরীরে স্যালাইন পুশ করে। এরপর স্যালাইনের মাত্রা বাড়িয়ে দেয়ায় শিশুটি নিস্তেজ হয়ে পড়ে। এ বিষয়ে কর্তব্যরত নার্সদের অবগত করলেও তারা কোন ব্যবস্থা নেননি। এর কিছুক্ষণের মধ্যে নবজাতকের মৃত্যু হয়।
এদিকে, এই ঘটনাটাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তোজনা ছড়িয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: নবজাতকের আঙ্গুল কেটে ফেলার অভিযোগ নার্সের বিরুদ্ধে
জেলা হাসপাতালের কর্মরত ডাক্তার তানভির রহমান কল্লোল ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করে জানান, নবজাতকের অবস্থা আগে থেকেই সংকটাপন্ন ছিল।
২ বছর আগে