দোয়া মাহফিল
খালেদার দ্রুত সুস্থতা কামনায় রবিবার সারাদেশে দোয়া মাহফিল করার ঘোষণা বিএনপির
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আগামী রবিবার ঢাকাসহ সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে বিএনপি।
শনিবার(২২ জুন) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আপনারা জানেন ম্যাডাম (খালেদা জিয়া) এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। আমাদের দলের নেতাকর্মীরা সবাই এখন খুবই দুঃখিত। আমরা সবসময় তার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি।
তিনি বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মহানগর ও জেলা বিএনপি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে।
বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে বলে জানান তিনি।
রিজভী বলেন, কর্মসূচিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা অংশ নেবেন।
এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার প্রতি সরকার অমানবিক আচরণ করছে।
আরও পড়ুন: গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি
রিজভী বলেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে বর্তমান সরকার বিএনপি প্রধানের মানবাধিকার হরণ করছে।
তিনি বলেন, দেশে যদি আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা থাকবে এমন একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার থাকত, তাহলে এমনটি হতো না।
খালেদা জিয়া রাত সাড়ে ৩টার দিকে গুলশানে নিজ বাসভবন 'ফিরোজা'য় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
তাকে দ্রুত সিসিইউতে ভর্তি করা হয়, যেখানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করা হয়।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান অবস্থা ও চিকিৎসা নিয়ে কয়েক দফা বৈঠক করেছেন।
৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হার্ট এবং চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।
২০২০ সালে শর্তসাপেক্ষে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বারবার হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন।
২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ার পর থেকে তার চিকিৎসকরা তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছিলেন।
গত বছরের ২৬ অক্টোবর খালেদা জিয়ার পেট ও বুকে পানি জমে যাওয়া ও লিভারে রক্তক্ষরণ বন্ধে ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপ্যাটিক পোর্টোসিস্টেমিক শান্ট (টিআইপিএস পদ্ধতি) নামে পরিচিত হেপাটিক প্রক্রিয়া সম্পন্ন করেন যুক্তরাষ্ট্রের তিন বিশেষজ্ঞ চিকিৎসক।
আরও পড়ুন: খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন ফখরুল
৬ মাস আগে
খালেদা জিয়ার সুস্থতায় দেশব্যাপী বিএনপির দোয়া মাহফিল
দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জাতীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা দক্ষিণ মহানগর সভাপতি আবদুস সালাম ও ঢাকা উত্তর মহানগর সভাপতি আমানুল্লাহ আমানসহ সিনিয়র নেতারা এই কর্মসূচিতে যোগ দেন।
জুমার নামাজের পর মোনাজাতে বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।
পরে জাতীয় মসজিদের দক্ষিণ প্রাঙ্গণে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য তার মুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।
কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন।
আরও পড়ুন: রুহুল কবির রিজভীসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
বিএনপি নেতারা জানান, খালেদার জন্য সারাদেশের বিভিন্ন মসজিদ ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের উপাসনালয়েও দোয়ার আয়োজন করা হয়েছে।
এদিকে সকাল ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন প্রয়াত জাতীয় নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর পরিবারের পাঁচ সদস্য। তারা প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থান করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী বলেন, ‘বেগম জিয়া কথা বলতে পারছেন, কিন্তু খুব ধীরে। তিনি খুবই দুর্বল। সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কথা বিবেচনা করে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান মাহমুদা।
এ সময় ভাসানীর বড় মেয়ে রিজিয়া ভাসানী, নাতি হাবিব হাসান, মাহমুদুল হক শানু এবং নাতনি সুরাইয়া সুলতানা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: খালেদা জিয়াকে হয়ত ‘স্লো পয়জনিং’ করা হয়েছে: ফখরুল
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ২৫০০ সাংবাদিকের আহ্বান
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার ছয় দিন পর ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে পুনরায় ভর্তি করা হয়েছে।
খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, ক্রিটিক্যাল কার্ডিয়াক, কিডনি, চোখ ও দাঁতের জটিলতায় ভুগছেন। তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমে গেছে।
পরিবারের পক্ষ থেকে, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দেন।
আইনমন্ত্রী আনিসুল হক অবশ্য সম্প্রতি বলেছেন, চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে প্রথমে কারাগারে ফিরে নতুন করে আবেদন করতে হবে।
৩ বছর আগে