হেলে পড়েছে
ভূমিকম্প: চট্টগ্রামে ৩টি ভবন হেলে পড়েছে
শুক্রবার ভোরে সারাদেশে সংগঠিত ভূমিকম্পে চট্টগ্রামে তিনটি বহুতল ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। নগরীর চকবাজারের উর্দু গলি, বহদ্দারহাট খাজা সড়কের সাবানঘাটা এবং হালিশহর পুলিশ লাইনের পশ্চিম পাশের খাল পাড়ে নিউ এল ব্লক এলাকায় এই তিনটি ভবন বলে জানা গেছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তিনটি ভবন হেলে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হেলে থাকা ভবন তিনটি এখন কতটা ঝুঁকিপূণ অবস্থায় রয়েছে সেটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন তারা।
সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, নগরের দু’টি এলাকায় ভবন হেলে পড়ার খবর পেয়েছি। ফায়ার সার্ভিস ও সিডিএর টিম ভবনগুলো পরিদর্শন করছে। খাজা রোডের চারতলা ভবনটি একটু হেলে পড়েছে বলে নিশ্চিত করেছেন আমাদের টিমের সদস্যরা। চকবাজারের ভবনটি পরিদর্শন করে টিম এখনো রিপোর্ট দেয়নি।
তিনি জানান, আজ শনিবার ফাইনালি পরীক্ষা-নিরীক্ষা করে যদি ঝুঁকিপূর্ণ বিবেচিত হয় তবে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) ভবন ভাঙার জন্য চিঠি দেয়া হবে।
পড়ুন: ঢাকাসহ বিভিন্ন জেলায় ৬.১ মাত্রার ভূমিকম্প
৩ বছর আগে