আহত নীলগাইয়ের মৃত্যু
ভারত থেকে আসা ঠাকুরগাঁওয়ে আহত নীলগাইয়ের মৃত্যু
ভারতে থেকে তাড়া খেয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর গ্রামে আসা পুরুষ নীলগাইটি শুক্রবার সন্ধ্যায় মারা গেছে।
এ ব্যাপারে হরিপুর উপজেলার কারিগাও বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার কফিল উদ্দিন জানান, একটি পুরুষ নীলগাই ভারতের লোকজনের তাড়া খেয়ে শুক্রবার বিকাল ৪টার দিকে সীমান্তের কাঁটা তারের বেড়া পার হয়ে হরিপুর উপজেলার মিনাপুর গ্রামে ঢুকে যায়। এলাকার লোকজন নীলগাই দেখতে পেয়ে ধরার জন্য তাড়া করে। এক পর্যায়ে ভবানন্দপুর গ্রামে জনৈক রেজাউলের সুপারির বাগানে আটকা পড়ে নীলগাইটি। এ সময় জনতা গাইটিকে আটক করে বেধে ফেলে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মানুষের ধাওয়ায় বিরল নীলগাইয়ের মৃত্যু
খবর পেয়ে সীমান্তের কারিগাও বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে নীলগাইটি উদ্ধার করে এবং চিকিৎসার জন্য হরিপুর উপজেলা প্রাণি সম্পদ হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সন্ধ্যায় চিকিৎসা দেয়া অবস্থায় নীলগাইটি মারা যায়।
আরও পড়ুন: পদ্মার পাড় থেকে বিরল প্রজাতির নীলগাই উদ্ধার
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, কাঁটাতারের বেড়া পাড় হওয়ার সময় নীলগাইটি আহত হয়। পরে বিজিবি'র তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় প্রাণিটি মারা যায়।
৩ বছর আগে