ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
গোয়ালন্দে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিয়ের আশ্বাসে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে গ্রেপ্তার ইউসুফ শেখকে (২৫) রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে ওই কিশোরীর মা বাদী হয়ে শুক্রবার গোয়ালন্দ ঘাট থানায় অভিযুক্ত ইউসুফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ইউসুফ কোতোয়ালি থানার দক্ষিণ চর মাধবদিয়া দিরাজতুল্লার ডাংগী গ্রামের সোলায়মানের ছেলে।
আরও পড়ুন: বিয়ের আশ্বাসে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা, অভিযুক্ত কারাগারে
শনিবার ধর্ষণের শিকার কিশোরীর মা অভিযোগে জানান, ইউসুফ মাঝে মধ্যে তার মেয়ের সাথে মোবাইলে কথা বলতো। মোবাইলে কথা বলতে নিষেধ করায় ইউসুফ ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে অপহরণ করার চেষ্টা চালায়। তার মেয়ে গত সোমবার (২২ নভেম্বর) আনুমানিক বেলা ১১টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের স্থানীয় আতর চেয়ারম্যানের বাজারে যায়। সেখান থেকে কৌশলে তাকে ইউসুফ মোটরসাইকেলে তুলে ফরিদপুর কোতোয়ালি থানার কামাডাঙ্গী এলাকার ইউসুফের মামা জনৈক রানার বাড়িতে নিয়ে যায়। তুলে নেয়ার দুই দিন পর বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে তার মেয়ে বাড়ি ফিরে আসে।
বাড়ি ফিরে কিশোরী পরিবারকে জানায়, ইউসুফ তাকে তুলে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। সেখান থেকে সে বাড়িয়ে ফিরতে না চাইলে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এখন সে বিয়ে করবে না বলে অস্বীকার জানায়। পরে তিনি বাদী হয়ে অভিযুক্ত ইউসুফকে আসামি করে শিশু ও নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: বিয়ের আশ্বাসে ‘ধর্ষণ’: সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির জানান,এ বিষয়ে কিশোরীর মা শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।পরে রাতেই অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তার করে শনিবার রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।
৩ বছর আগে