চাচা ভাতিজা
মামলার সাক্ষী হওয়ায় চাচাকে কুপিয়ে হত্যা!
রাজশাহীর মোহনপুরে ভাতিজার বিরুদ্ধে মামলার সাক্ষী হওয়ায় চাচাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার সিন্দুরী এলাকায় এই ঘটনায় অভিযুক্ত ভাতিজাকে আটক করেছে পুলিশ।
নিহত নাজিম উদ্দিন শাহ (৪০) ওই এলাকার মৃত ময়েজ উদ্দিন শাহের ছেলে। অভিযুক্ত ভাতিজা নাসির উদ্দিন শাহ (৩০) নাজু শাহের ছেলে ।
আরও পড়ুন: বিশ্বনাথে যুবককে কুপিয়ে হত্যা
নিহতের পরিবারের বরাত দিয়ে মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিলুল্লাহ জানান, সকালে নাজিম উদ্দিন শাহকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন ভাতিজা নাসির উদ্দিন শাহ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে সেই লাশ উদ্ধার করে। চাচাকে হত্যার দায়ে ভাতিজা নাসিরকে আটক করা হয়েছে। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর ব্যক্তিগত মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা
এসআই জানান, বছরখানেক আগে নাসির তার বাবা নাজু শাহকে কোদাল দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন। ওই সময় দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তার বাবা। সুস্থ হয়ে ফিরে এসে ছেলের নামে মামলা করেন নাজু শাহ। সেই মামলার সাক্ষী ছিলেন নাজিম উদ্দিন শাহ। সাক্ষ্য দেয়ায় চাচার ওপরে ক্ষুদ্ধ ছিলেন ভাতিজা। এরই জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
৩ বছর আগে