বিশ্ব নারী দিবস
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ছবিতে তাসনুভা আনান শিশির
বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী সংবাদ পাঠিকা তাসনুভা আনান শিশিরের ছবি টাইম ম্যাগাজিনের ২০২১ সালের বর্ষসেরা ১০০ ছবিতে স্থান পেয়েছে।
চলতি বছরের ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে তিনি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘বৈশাখী’তে নিয়মিত সংবাদ বুলেটিন পাঠ করেন।
দিনটি উপলক্ষে বৈশাখী টিভির বার্তাকক্ষে সহকর্মীদের সাথে একই শাড়ি পরা অবস্থায় তাঁর ছবিটি তোলেন বার্তা সংস্থা এএফফির চিত্রশিল্পী মুনির উজ জামান। আর তাঁর এ ছবিটিই বিখ্যাত এ ম্যাগাজিনের বর্ষসেরা ছবির তালিকায় স্থান করে নেয়।
টাইম তাদের ওয়েবসাইটে ছবিটির ক্যাপশনে লেখে, ‘৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী সংবাদ পাঠিকা হিসেবে তাসনুভা আনান শিশির ঢাকায় তিন মিনিট সংবাদ পাঠ করেন। মুনির উজ জামান-এএফফি/গ্যাটে ইমেজ।’
এ বিষয়ে তাঁর অনুভূতি প্রকাশ করে শিশির বলেন, ‘বৈশ্বিক এই স্বীকৃতিতে আমি নিজ ও আমার সম্প্রদায়ের জন্য খুবই উত্তেজিত বিশেষ করে এমন একজন যিনি খুব প্রান্তিক পর্যায় থেকে এসেছে। আমার সম্প্রদায়ের মানুষের স্বীকৃতি পেতে হবে যে তারা সত্যিই কঠোর পরিশ্রম করে। এই ধরনের স্বীকৃতি সমাজে আমাদের মানুষের উন্নয়ন এবং যা তারা প্রাপ্য তা নিশ্চিত করতে আমাকে সহযোগিতা করবে।’
আরও পড়ুন: বাঁধাধরা নিয়ম ভেঙে নতুন উচ্চতায় তাসনুভা আনান শিশির
চটেছেন সাকিবপত্নী শিশির
৩ বছর আগে