দুর্বৃত্তদের ছুরিকাঘাত
খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
খুলনা নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৫ মে) রাত সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা ভবনের পাশের গলিতে এই ঘটনা ঘটে।
নিহত গোলাম হরিণটানা থানার ময়ুর আবাসিক এলাকার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গোলামের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে তারা পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, রাত সাড়ে ১২টার দিকে ৩-৪ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীদের শনাক্ত ও আটকে অভিযান চলছে বলে জানান তিনি
২১৭ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত ও দুজন আহত হয়েছে। সোমবার রাতে পৌরসভার বটতলাহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজিম (২২) বটতলাহাট মাউড়িপাড়া এলাকার হযরত আলীর ছেলে ও নামোশংকরবাটী কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সোমবার রাত সোয়া ৯টায় বটতলাহাট এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন জানান, একটি মোবাইল ফোন নিয়ে বটতলাহাট ও নতুনহাট এলাকার কিছু ছেলেদের মধ্যে রাত সোয়া ৯টার দিকে গন্ডগোল বাধে এবং এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আজিমসহ কয়েকজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজিম মারা যায়।
আরও পড়ুন: কাউন্সিলর সোহেল হত্যা: আরও ২ আসামি গ্রেপ্তার
মামলার সাক্ষী হওয়ায় চাচাকে কুপিয়ে হত্যা!
১৪৯০ দিন আগে