খুলনা নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৫ মে) রাত সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা ভবনের পাশের গলিতে এই ঘটনা ঘটে।
নিহত গোলাম হরিণটানা থানার ময়ুর আবাসিক এলাকার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গোলামের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে তারা পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, রাত সাড়ে ১২টার দিকে ৩-৪ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীদের শনাক্ত ও আটকে অভিযান চলছে বলে জানান তিনি