শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
বিপিএল ২০২২ ফাইনাল: টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে শুক্রবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হয়েছে।
এবারের টুর্নামেন্টে দুই দল তিনবার মুখোমুখি হয়েছে। গ্রুপ পর্বের দুই ম্যাচে একটি করে জয়ের দেখা পেয়েছে দুই দল। এছাড়া প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে হারিয়ে ফাইনালে উঠে ফরচুন বরিশাল।
ফরচুন বরিশাল একাদশ: মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), সৈকত আলী, নুরুল হাসান সোহান, ডোয়াইন ব্রাভো, তৌহিদ হৃদয়, মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা ও শফিকুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস, সুনীল নারাইন, ইমরুল কায়েস (অধিনায়ক), ফাফ দু প্লেসি, মঈন আলী, মাহমুদুল হাসান জয়, আরিফুল হক, আবু হায়দার রনি, শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানভির ইসলাম।
আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে রবি বোপারাকে জরিমানা
বিপিএল: মাঠেই ধূমপান করলেন আফগানিস্তানের শাহজাদ
২ বছর আগে
ঢাকা টেস্ট: ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ইনিংস ও ৮ রানের ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ।
বুধবার পঞ্চম দিনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে পাকিস্তান করা ৩০০ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। এতে ফলোঅনে পড়ে মুমিনুলের দল।
ফলোঅনে পড়ে একই দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়েও পাকিস্তানের করা ৩০০ রান টপকাতে পারেনি টাইগাররা। এতে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছে সফররত পাকিস্তান।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: ফলোঅনে বাংলাদেশ, দেশের মাটিতে সর্বনিম্ন রান
প্রথম ইনিংসে মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিন শেষে ২৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৭৬ রান। পঞ্চম দিন সকালে বাংলাদেশ মাত্র ২৮ মিনিট ব্যাট করে শেষ তিনটি উইকেট হারিয়ে করতে পেরেছে মাত্র ১১ রান।
পাকিস্তানের স্পিনার সাজিদ খান ৪২ রান দিয়ে আট উইকেট নিয়েছেন। টেস্টে এটা তার সেরা বোলিং ফিগার।
বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৫৪ বলে ৩৩ এবং নাজমুল হোসেন শান্ত ৫০ বলে ৩০ রান করে সর্বোচ্চ রান করেন।
এর আগে ৯৮ দশমিক ৩ ওভার খেলে ৩০০ রান করে পাকিস্তান প্রথম ইনিংস ঘোষণা করে। পাকিস্তানের হয়ে আজহার আলী, বাবর আজম, ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান ফিফটি করেছেন।
বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম দুটি এবং খালেদ আহমেদ ও এবাদত হোসেন একটি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: চতুর্থ দিন শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৬
বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান করেন সাকিব আল হাসান। এছাড়া ৪৮ রান করেছেন মুশফিকুর রহিম।
পাকিস্তানের পক্ষে দ্বিতীয় ইনিংসে সাজিদ খান চারটি ও শাহীন আফ্রিদি দুটি উইকেট নিয়েছেন।
দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাজিদ খান।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফররত পাকিস্তান।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে লিটন দাস, মুশফিকুর রহিম ও তাইজুল ইসলামের দুর্দান্ত পারফর্মেন্স সত্ত্বেও আট উইকেটে হারে স্বাগতিক বাংলাদেশ।
আরও পড়ুন: ৩০০ রানে প্রথম ইনিংস ঘোষণা করল পাকিস্তান
৩ বছর আগে
ঢাকা টেস্ট: চতুর্থ দিন শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৬
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩০০ রানের জবাবে ব্যাট করতে নেমে মঙ্গলবার চতুর্থ দিন শেষে সাত উইকেট হারিয়ে মাত্র ৭৬ রান সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ।
মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরু হয়। এর আগে বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে প্রথম দিনের খেলাও বাধাগ্রস্ত হয়।
এ ম্যাচে বাংলাদেশ ২২৪ রানে পিছিয়ে আছে আর হাতে আছে মাত্র তিনটি উইকেট। আগামীকাল নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগে শেষ দিনের খেলা শুরু হবে।
৯৮ দশমিক ৩ ওভার খেলে ৩০০ রান করে পাকিস্তান প্রথম ইনিংস ঘোষণা করে। পাকিস্তানের হয়ে আজহার আলী, বাবর আজম, ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান ফিফটি করেছেন।
বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম দুটি এবং খালেদ আহমেদ ও এবাদত হোসেন একটি করে উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া ২৩ রানে সাকিব আল হাসান ও শূন্য রানে তাইজুল ইসলাম অপরাজিত আছেন।
পাকিস্তানের হয়ে ছয় উইকেট নিয়েছেন সাজিদ খান।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফররত পাকিস্তান।
এর আগে প্রথম ম্যাচে চট্টগ্রামে লিটন দাস, মুশফিকুর রহিম ও তাইজুল ইসলামের দুর্দান্ত পারফর্মেন্স সত্ত্বেও আট উইকেটে হারে স্বাগতিক বাংলাদেশ।
আরও পড়ুন: ৩০০ রানে প্রথম ইনিংস ঘোষণা করল পাকিস্তান
ঢাকা টেস্ট: আজহার ও বাবরকে ফেরাল বাংলাদেশ
৩ বছর আগে
ঢাকা টেস্ট: বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা বিলম্ব
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে বিলম্ব হয়েছে। রবিবার সকাল ১১টা ২৫ মিনিটে দু’দলকে মধ্যাহ্নভোজে পাঠিয়েছেন আম্পায়াররা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মতে, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আবহাওয়া খারাপ হয়েছে। শনিবার আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।
এর আগে শনিবার প্রথম দিনের খেলায়ও চা বিরতির পড়ে আলোক স্বল্পতার কারণে মাঠে কোনো বল গড়ায়নি।
চা বিরতির সময়, পাকিস্তান দুই উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। বাবর আজম ৯৯ বলে ৬০ রান ও আজহার আলী ১১২ বলে ৩৬ রান করে অপরাজিত আছেন।
বাংলাদেশের হয়ে দুইটি উইকেট নিয়েছেন বামহাতি স্পিনার তাইজুল ইসলাম।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফররত পাকিস্তান।
এই টেস্ট ম্যাচে অভিষেক হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশি ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের। এছাড়া সাকিব আল হাসান ও খালেদ আহমেদ একাদশে ফেরেন। চট্টগ্রামে প্রথম টেস্ট খেলা আবু জায়েদ রাহী, ইয়াসির রাব্বি ও সাঈফ হাসান বাদ পড়েছেন।
এর আগে প্রথম ম্যাচে চট্টগ্রামে লিটন দাস, মুশফিকুর রহিম ও তাইজুল ইসলামের দুর্দান্ত পারফর্মেন্স সত্ত্বেও আট উইকেটে হারে স্বাগতিক বাংলাদেশ।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: আলোক স্বল্পতায় প্রথম দিনের খেলার সমাপ্তি
ঢাকা টেস্ট: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, জয়ের অভিষেক
৩ বছর আগে
ঢাকা টেস্ট: আলোক স্বল্পতায় প্রথম দিনের খেলার সমাপ্তি
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের প্রথম দিনের খেলা আলোক স্বল্পতার কারণে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার চা বিরতির পর মাঠে একটি বলও গড়ায়নি। চা বিরতির পর আম্পায়াররা মাঠে নেমেছিলেন। কিন্তু খেলা শুরু করার মতো যথেষ্ট আলো না থাকায় তারা দুই দলকে ড্রেসিং রুমে পাঠান এবং ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করেন।
কিন্তু পরে আবহাওয়ার আর পরিবর্তিন হয়নি এবং বাংলাদেশ সময় বিকাল ৪টা ৬ মিনিটে প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়। রবিবার থেকে এ ম্যাচের বাকি চার দিন দেড় ঘণ্টা আগে খেলা শুরু হবে।
চা বিরতির পর পাকিস্তান দুই উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। বাবর আজম ৯৯ বলে ৬০ রান ও আজহার আলী ১১২ বলে ৩৬ রান করে অপরাজিত আছেন।
বাংলাদেশের হয়ে দুইটি উইকেট নিয়েছেন বামহাতি স্পিনার তাইজুল ইসলাম।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফররত পাকিস্তান।
এই টেস্ট ম্যাচে অভিষেক হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশি ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের। এছাড়া সাকিব আল হাসান ও খালেদ আহমেদ একাদশে ফেরেন। চট্টগ্রামে প্রথম টেস্ট খেলা আবু জায়েদ রাহী, ইয়াসির রাব্বি ও সাঈফ হাসান বাদ পড়েছেন।
এর আগে প্রথম ম্যাচে চট্টগ্রামে লিটন দাস, মুশফিকুর রহিম ও তাইজুল ইসলামের দুর্দান্ত পারফর্মেন্স সত্ত্বেও আট উইকেটে হারে স্বাগতিক বাংলাদেশ।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, জয়ের অভিষেক
ঢাকা টেস্ট: শনিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
ঢাকা টেস্টের আগে জাতীয় দলে যোগ দিচ্ছেন সাকিব
৩ বছর আগে
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশের দল ঘোষণা
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ২০ সদস্য বিশিষ্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ও ডানহাতি পেসার তাসকিন আহমেদ ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে যোগ দিয়েছেন। এছাড়া বামহাতি ব্যাটার মোহাম্মদ নাঈম প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে স্বাগতিক বাংলাদেশ আট উইকেটে হেরেছে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সব ক’টি ম্যাচেই হারে টাইগাররা।
বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), শাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাইম।
আরও পড়ুন: চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ৮ উইকেটে হারাল পাকিস্তান
পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
৩ বছর আগে