ঢাকা টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩০০ রানের জবাবে ব্যাট করতে নেমে মঙ্গলবার চতুর্থ দিন শেষে সাত উইকেট হারিয়ে মাত্র ৭৬ রান সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ।
মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরু হয়। এর আগে বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে প্রথম দিনের খেলাও বাধাগ্রস্ত হয়।
এ ম্যাচে বাংলাদেশ ২২৪ রানে পিছিয়ে আছে আর হাতে আছে মাত্র তিনটি উইকেট। আগামীকাল নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগে শেষ দিনের খেলা শুরু হবে।
৯৮ দশমিক ৩ ওভার খেলে ৩০০ রান করে পাকিস্তান প্রথম ইনিংস ঘোষণা করে। পাকিস্তানের হয়ে আজহার আলী, বাবর আজম, ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান ফিফটি করেছেন।
বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম দুটি এবং খালেদ আহমেদ ও এবাদত হোসেন একটি করে উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া ২৩ রানে সাকিব আল হাসান ও শূন্য রানে তাইজুল ইসলাম অপরাজিত আছেন।
পাকিস্তানের হয়ে ছয় উইকেট নিয়েছেন সাজিদ খান।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফররত পাকিস্তান।
এর আগে প্রথম ম্যাচে চট্টগ্রামে লিটন দাস, মুশফিকুর রহিম ও তাইজুল ইসলামের দুর্দান্ত পারফর্মেন্স সত্ত্বেও আট উইকেটে হারে স্বাগতিক বাংলাদেশ।
আরও পড়ুন: ৩০০ রানে প্রথম ইনিংস ঘোষণা করল পাকিস্তান