খালেদা জিয়
খালেদা জিয়ার খারাপ কিছু হলে সব দায় সরকারকে নিতে হবে: বিএনপি
বিদেশে উন্নত চিকিৎসার অভাবে খালেদা জিয়ার খারাপ কিছু হলে বর্তমান সরকারকে জনগণ ছেড়ে দেবে না বলে সতর্ক করেছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যদি বেগম খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা না দেয়া হয় এবং খারাপ কিছু ঘটে তাহলে দেশের জনগণ আপনাদের ছেড়ে দেবে না। আপনাদের সব দায় নিতে হবে।’
মঙ্গলবার এক সমাবেশে ফখরুল আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে পদক্ষেপ নেয়া এখন সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব।
তিনি বলেন, ‘সরকার বলছে আইনি বাধার কারণে আমাদের নেত্রীকে (খালেদা) বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারছেন না। আপনারা কেন মিথ্যাচার করছেন? আইনজীবীরা বলেছেন শুধু সরকারই ৪০১ ধারা অনুযায়ী তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পারেন।’
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে দেশব্যাপী সমাবেশের অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টোনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বিএনপি। এছাড়া একই দাবিতে সরকারের ওপর চাপ বাড়াতে আট বিভাগীয় শহরে সমাবেশ কর্মসূচি পালন করে দলটি।
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৩ নভেম্বর থেকে বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রবিবার তার মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ায় তাকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে।
তারা আরও বলেন, খালেদা জিয়ার তিনবার রক্তপাত হয়েছে এবং তৃতীয়বার রক্তক্ষরণ তীব্র ছিল যা তার লিভারের কার্যকারিতাকে ব্যাহত করেছে।
খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই শামীম ইস্কান্দার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দেন।
তবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া কারাগারে ফিরে নতুন করে আবেদন করলে সরকার তার আবেদন বিবেচনা করবেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো: মির্জা ফখরুল
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু
২ বছর আগে