#জালেবিবেবি
জনপ্রিয় ও ঐতিহ্যবাহী জিলাপিকে তুলে ধরার জন্য লাইকির #জালেবিবেবি
জনপ্রিয় শেয়ারিং অ্যাপ ও স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরির প্লাটর্ফম লাইকি ক্রমান্বয়ে হালের তরুণদের পছন্দের তালিকার শীর্ষস্থান দখল করছে। এসব তরুণদের অনেকেই মনে করেন, এটি ছোটো ভিডিও তৈরি দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি সবার মাঝে তুলে ধরার একটি অনন্য মাধ্যম।
সবার মাঝে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী জিলাপিকে তুলে ধরার জন্য #জালেবিবেবি (https://likee.video/hashtag/JalebiBaby) শীর্ষক একটি ক্যাম্পেইনের আয়োজন করেছে লাইকি।
গত নভেম্বরের ১৭ তারিখ ক্যাম্পেইনটি চালু হওয়ার পর, ব্যবহারকারী হালের তরুণদের মাঝে তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া ফেলে এবং যা সোশ্যাল মিডিয়াতেও বিপুল সাড়া ফেলতে সক্ষম হয়। ক্যাম্পেইনটি চালু হওয়ার এক সপ্তাহের মধ্যে ৮৮৭ জন অংশগ্রহণকারীর মাধ্যমে এক হাজার ১১০টি ভিডিও প্ল্যাটফর্মটিতে আপলোড করা হয় এবং এখন পর্যন্ত এই ক্যাম্পেইনটির ভিডিওগুলো ফ্যান ও ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার এবং ভিউয়ারশিপের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ মিলিয়ন।
আরও পড়ুন: ‘সাইবার সেফটি’ ক্যাম্পেইন চালু করল লাইকি
এ সব তরুণরা স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরির অ্যাপটি ব্যবহারের মাধ্যমে দেশীয় সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসাও প্রদর্শন করছেন। ব্যবহারকারীদের দেশীয় ঐতিহ্যবাহী পোশাক পড়ে নিজস্ব সংস্কৃতির পোশাকগুলো সবার সামনে তুলে ধরতে #জিআরডব্লিউএম (https://likee.video/hashtag/GRWM) শীর্ষক আরেকটি ক্যাম্পেইনের আয়োজন করে লাইকি। এই আয়োজনটির সাত হাজার ২০০ ফ্যান এবং ২৬ দশমিক ৬ মিলিয়ন হ্যাশট্যাগ ভিউ লাভ করে। এই চ্যালেঞ্জটিতে আপলোডকৃত ভিডিওগুলো ৩ দশমিক ৪ মিলিয়ন বার ব্যবহারকারী দেখেছেন।
তাছাড়া দেশীয় ঐতিহ্যকে ধারণ করে তরুণদের অনুপ্রাণিত করতে #বৈশাখীসাজ
(https://likee.video/hashtag/BoishakhiShaj) শীর্ষক ক্যাম্পেইনের আয়োজন করে লাইকি। এই ক্যাম্পেইনটির ফলোয়ারের সংখ্যা দাঁড়ায় ছয় হাজার ৭০০ এবং ভিডিওগুলোর ১৭ দশমিক ১ মিলিয়ন ভিউ হয়।
আরও পড়ুন: ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতে কাজ করছে লাইকি
#লাইকিঈদফ্লিপ (https://likee.video/hashtag/LikeeEidFlip ) এমনই এক ধরনের ক্যাম্পেইন, যা অনেককেই ‘ফ্লিপ ট্রানজিশন’ ব্যবহার করে ঈদ উদযাপনের ঐতিহ্যগুলোকে তুলে ধরতে অনুপ্রাণিত করেছে। এই ক্যাম্পেইনটির ফ্যান ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৭০০ এবং এটি ১৭ দশমিক ২ মিলিয়ন ভিউয়ারশিপ লাভ করেছে।
লাইকি’র হেড অব অপারেশনস গিবসন ইউয়েন বলেন, ‘বিভিন্ন ধরনের উদ্ভাবনী হ্যাশট্যাগ চ্যালেঞ্জের মাধ্যমে ব্যবহারকারীদের ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধ সম্পর্কে জানাতে সচেষ্ট রয়েছে লাইকি। এই ক্যাম্পেইনগুলোর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, ব্যবহারকারীরা অর্থবহ কনটেন্ট তৈরি করে তার সাথে নিজেদের খুব সহজেই সম্পৃক্ত করতে পারছেন। আর এ কারণেই এই প্ল্যাটফর্মটিতে বর্তমান সময়ের তরুণদের সম্পৃক্ততা বেড়েই চলছে বলে আমরা মনে করি।’
৩ বছর আগে