রায়েরবাগ
রায়েরবাগে রিকশা গ্যারেজে স্থানীয় দুর্বৃত্তদের হামলায় আহত ৩
নগরীর রায়েরবাগ এলাকায় শনিবার একটি রিকশা গ্যারেজে স্থানীয় দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ দুজনসহ তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন- আরিফ হোসেন (৩২), মো. খোকন (৩৫) ও ইউনুস (৫৫), সবাই রিকশা ব্যবসায়ী।
সকাল সাড়ে ১১টার দিকে রায়েরবাগের সাদেক খান লেনে অবস্থিত গ্যারেজে এ ঘটনা ঘটে।
আহত আরিফ জানান, তিনি তার রিকশা গ্যারেজে রাখতেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের গুলিতে কৃষক নিহত
তিনি আরও জানান, স্থানীয় কিছু গুন্ডা তাদের অবিলম্বে গ্যারেজ খালি করতে বলে। পরে গ্যারেজে রিকশা রাখার জন্য অগ্রিম টাকা হিসেবে দেয়া ৬০ হাজার টাকা ফেরত দেয়।
আরিফ জানান, আমরা আমাদের কিছু সময় দেয়ার অনুরোধ করেছিলাম কিন্তু শনিবার ২৫ জন লোক আমাদের উপর হামলা করে। তারা আমাদের মারধর করে এবং এক পর্যায়ে আমাদের উপর গুলি চালিয়ে পালিয়ে যায়।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন আলী জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরিফের পায়ে ও খোকনের পেটে গুলি লেগেছে বলে জানান তিনি।
এ বিষয়ে অভিযোগ দায়েরের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে ভ্যানচালকের বাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
২ বছর আগে
রাজধানীর রায়েরবাগে কয়েল কারখানায় আগুন
রাজধানীর রায়েরবাগ কদমতলী এলাকার পুনম সিনেমা হলের পাশের একটি কয়েলের কারখানায় আগুন লেগেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: টঙ্গীর মাজার বস্তিতে ভয়াবহ আগুন, ২০০ ঘর পুড়ে ছাই
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন
৩ বছর আগে