সেচ পাম্প
সেচ পাম্পগুলো পুরোপুরি সৌরবিদ্যুতে চলবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশের সেচ ব্যবস্থাকে পুরোপুরি সৌরবিদ্যুতের আওতায় নিয়ে আসতে চায়।
তিনি বলেন, ‘সেচ ব্যবস্থাকে পুরোপুরি সৌরবিদ্যুতের ওপর নির্ভরশীল করতে চাই। প্রাথমিকভাবে এক্ষেত্রে কিছু বিনিয়োগের প্রয়োজন হতে পারে, তবে দীর্ঘমেয়াদে খরচ কমাবে।’
শনিবার (১৫ জুন) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি দিচ্ছে।
আরও পড়ুন: সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ‘একটি চমৎকার পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। সোলার প্যানেল দিয়ে সজ্জিত একটি ছাতা একটি কূপের উপরে স্থাপন করা হবে যেখানে বৃষ্টির পানি সংরক্ষণ করা হবে। সৌরশক্তি দিয়ে সেচ করা হবে।’
তিনি উল্লেখ করেন, এ ব্যবস্থা প্রবর্তনের জন্য বিপুল পরিমাণ জমি নষ্ট করা হবে না।
তিনি আরও বলেন, ‘বর্তমানে সোলার প্যানেল তৈরি করা হচ্ছে এবং আমরা সেচ করার জন্য নিকটবর্তী গ্রামে সোলার প্যানেল স্থাপন করতে পারি।’
প্রধানমন্ত্রী বলেন, সরকার কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে দেশকে শিল্পায়নের দিকে এগিয়ে নিয়ে যাবে।
প্রধানমন্ত্রী বাংলাদেশকে সবুজ করতে তার দলের নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি সবুজ আন্দোলনকে জোরদার করতে নদীর বাঁধ, উপকূলীয় অঞ্চল, রাস্তার ধারে, ছাদে, বাড়িতে চারা রোপণের আহ্বান জানান।
অনুষ্ঠান উপলক্ষে গণভবনে ৩টি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকারও বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা শাহরিয়ার।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিবের শ্রদ্ধা
৫ মাস আগে
কুড়িগ্রামে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কুড়িগ্রামে সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকালে ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া গ্রামে ধান খেতে পানি দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
মো. শাহাদুল ইসলাম (৩২) উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকের ছড়া গ্রামের শহিদ মোড় এলাকার শামছুল হকের ছেলে।
আরও পড়ুন: রাজধানীর চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
পরিবার সূত্রে জানা গেছে, মো. শাহাদুল ইসলাম শনিবার সকালে ধানখেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পের সুইচ দেন।
একাধিকবার চেষ্টা করেও বৈদ্যুতিক মোটরে সংযোগ না পাওয়ায় মেইন সুইচ বন্ধ না করেই সুইচ বোর্ড খুলেন।
এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেচ পাম্পের পাশের পুকুরে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরে পুলিশকে বিষয়টি জানিয়ে লাশ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাটি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষকের
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কাঠমিস্ত্রির
১ বছর আগে
সেচ পাম্পের সুইচে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
পঞ্চগড় সদরে সেচ পাম্পের সুইচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষনমারি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সুনীল চন্দ্র রায় (২৮) ওই গ্রামের নবান্ন চন্দ্র রায় ওরফে নবানুর ছেলে।
আরও পড়ুন: শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাবুল জানান, রোপা চারা লাগাতে জমি প্রস্তুতির জন্য পানি দিতে সুনীল বাড়ির পাশে সেচ পাম্পের সুইচ দিতে যায়। পাম্পের সুইচ দেয়ামাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হুমায়রা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ বছর আগে
সৌর-চালিত সেচ পাম্পের অব্যবহৃত বিদ্যুৎ কিনতে চায় সরকার
বর্তমানে সেচ পাম্প চালানোর জন্য ব্যবহার সৌর প্লান্ট থেকে অব্যবহৃত বিদ্যুৎ কিনতে একটি খসড়া নীতি চূড়ান্ত করেছে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ (স্রেডা)।
৪ বছর আগে