কুড়িগ্রামে সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকালে ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া গ্রামে ধান খেতে পানি দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
মো. শাহাদুল ইসলাম (৩২) উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকের ছড়া গ্রামের শহিদ মোড় এলাকার শামছুল হকের ছেলে।
আরও পড়ুন: রাজধানীর চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
পরিবার সূত্রে জানা গেছে, মো. শাহাদুল ইসলাম শনিবার সকালে ধানখেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পের সুইচ দেন।
একাধিকবার চেষ্টা করেও বৈদ্যুতিক মোটরে সংযোগ না পাওয়ায় মেইন সুইচ বন্ধ না করেই সুইচ বোর্ড খুলেন।
এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেচ পাম্পের পাশের পুকুরে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরে পুলিশকে বিষয়টি জানিয়ে লাশ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাটি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষকের