এসএমই পণ্য মেলা
আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনে মনোযোগ দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রপ্তানি বাস্কেট বড় করতে বৈশ্বিক মান পূরণ করে এমন পণ্য উৎপাদনে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের দিকে সকলকে মনোযোগ দিতে হবে।’
রবিবার সকালে রাজধানীতে নবম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১ উদ্বোধনকালে এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন শেখ হাসিনা।
তিনি স্থানীয় কাঁচামাল দিয়ে পণ্য উৎপাদনের ওপর জোর দেন যা দেশের পাশাপাশি কৃষি ও শিল্পায়নের জন্য লাভজনক হবে।
আরও পড়ুন: প্রেক্ষিত পরিকল্পনা: সশস্ত্র বাহিনীর সদস্যদের ‘অগ্রসেনা’ হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
শেখ হাসিনা বলেন, এটি উদ্যোক্তা তৈরির পাশাপাশি পণ্যের প্রতিযোগিতামূলক প্রান্ত উন্নত করতে সহায়তা করবে ।
প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বে এসব পণ্যের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে সরকার কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে গুরুত্ব দিচ্ছে।আবাদি জমি সংরক্ষণ
নির্বিচারে শিল্প স্থাপনকে নিরুৎসাহিত করে শেখ হাসিনা বলেন, আরও বেশি খাদ্য উৎপাদনের জন্য কৃষি জমি সংরক্ষণ করতে চায় সরকার।
তিনি বলেন, খাদ্য চাহিদা কখনই হ্রাস পাবে না, এটা নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে থাকবে। করোনা মহামারির মধ্যে খাদ্যের চাহিদা বেড়েছে। আমি জানি অনেক উন্নত দেশ খাদ্য সঙ্কটে ভুগছে।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায়: প্রধানমন্ত্রী
৩ বছর আগে