ওমিক্রন ভ্যারিয়েন্ট
বিশ্বে করোনা আক্রান্ত ৪১ কোটি ছাড়াল
বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট ক্রমাগত বৃদ্ধির মাঝে করোনা আক্রান্তের সংখ্যা ৪১ কোটি ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১ কোটি ২৪ হাজার ৯৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫৮ লাখ ৯ হাজার ১৭১ জন।
আরও পড়ুন: করোনা ধনীদের রোগ!
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৭৬ লাখ ৫২ হাজার ১৯৭ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ১৮ হাজার ৪৫১ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ২৫ লাখ ৮৬ হাজার ৫৪৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ সাত হাজার ৯৮১ জন।
বাংলাদেশ পরিস্থিতি
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরও পাঁচ হাজার ২৩ জন। এর আগে শুক্রবার ২৭ জনের মৃত্যু এবং পাঁচ হাজার ২৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।
দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৯১ জনে। এছাড়া মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ চার হাজার ৮২৬ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৪৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার ১৬ দশমিক ৫০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৫১ শতাংশ।
আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্ত ৪০ কোটি ৮৪ লাখ ছাড়াল
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও আট হাজার ৮২১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৪০ শতাংশ।
২ বছর আগে
বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৫২ লাখ ছাড়িয়েছে
বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার ৫৫৪ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫২ লাখ ৫৫ হাজার ৫৪৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৯০ লাখ ৮৫ হাজার ৩৬১ জন এবং মৃত্যুবরণ করেছেন সাত লাখ ৮৮ হাজার ৩৬৩ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৫ হাজার ৬৩৬ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২১ লাখ ৪৩ হাজার ৯১ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ২৫৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৩ হাজার ৩২৬ জনে।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ২৮ হাজার ছাড়াল
বাংলাদেশ পরিস্থিতি
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ১৯৭ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার এক জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জনে পৌঁছেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৩২ নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ০৩ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২২৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।
আরও পড়ুন: বাংলাদেশকে আরও ১৮ লাখ ডোজ ফাইজার টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র
ডেল্টার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওমিক্রন প্রতিরোধ করতে হবে: ডব্লিউএইচও
৩ বছর আগে