জাতীয় সঙ্গীত
জাতীয় সঙ্গীত 'অবমাননা': মমতার বিরুদ্ধে সমন জারি
দেশের জাতীয় সঙ্গীত ‘অবমাননা’ মামলায় মুম্বাইয়ের একটি আদালত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সমন জারি করেছেন৷
বুধবার ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতার দায়ের করা পিটিশনের প্রেক্ষিতে এই সমন জারি করা হয়েছে।
আদালত বলেছে, মমতার বিরুদ্ধে ‘ জাতীয় সঙ্গীত অবমাননার’ প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
বিচারক বলেন, যদিও অভিযুক্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তবুও তিনি তার সরকারি দায়িত্ব পালন করেননি (মুম্বাইতে অনুষ্ঠান চলাকালীন)। তাই, অভিযুক্তের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চালাতে কোনো বাধা নেই।
আরও পড়ুন: সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখার্জী হাসপাতালে
ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ মূলত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ভারত ভাগ্য বিধাতা’ গানের অংশ । ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট, ১৯৭১’-এর অধীনে দোষী সাব্যস্ত হলে, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তিন বছর পর্যন্ত জেল হতে পারে।
যদিও এ বিষয়ে মমতা বন্দোপাধ্যায় এখনও কোনো মন্তব্য করেননি।
প্রসঙ্গত, মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার সময় ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হলে মমতা ব্যানার্জি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াননি বলে আদালতে অভিযোগ জানান বিজেপির এক নেতা।
আরও পড়ুন: ভারতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৭, দগ্ধ ১৫
সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতের
২ বছর আগে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করলো ‘আপাসেন’
বাংলাদেশের মুক্তি সংগ্রাম, ইতিহাস ও ঐতিহ্যের অনবদ্য পরিবেশনার মধ্য দিয়ে স্বনামধন্য চ্যারিটি প্রতিষ্ঠান আপাসেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে। রবিবার পূর্ব লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির বিখ্যাত পিপলস প্যালেস গ্রেট হলে স্বাধীনতার ৫০ বছরের পাশাপাশি উদযাপিত হয় আপাসেনের গৌরবময় ৩৭ বছরের পথচলা।
নতুন প্রজন্মের শিশু কিশোরদের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিবিসির কিংবদন্তি সাংবাদিক স্যার মার্ক টালি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে মিশে থাকা নাম মার্ক টালি ছাড়াও অনুষ্ঠানে প্রিন্স চালর্স ও প্রধানমন্ত্রী বরিস জনসনের শুভেচ্ছা বক্তব্য প্রচার করা হয়।
আরও পড়ুন: পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্রের অন্তর্ভুক্তির দাবিতে রিট
আপাসেনের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই তাঁর স্বাগত বক্তব্যে আপাসেনের সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের সাথে সংগঠটির নিবিড় সংযোগের কথা তুলে ধরেন।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, যুক্তরাজ্যে হাইকমিশনার থাকাকালীন বাংলাদেশকে ঘিরে তাঁর দেখা সবচেয়ে বড় ও জমকালো আয়োজন এটি।
৩ বছর আগে