খালেদ আহমেদ
খালেদের দুর্দান্ত বোলিং সত্ত্বেও পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
বাংলাদেশের ডানহাতি পেসার খালেদ আহমেদ শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের চতুর্থ ইনিংসে ১১ বলে তিন উইকেট তুলে নিয়েছেন।
তবে খালেদের দুর্দান্ত বোলিং সত্ত্বেও, এই টেস্টে পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ।সাত উইকেট এবং ছয়টি সেশন হাতে রেখে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন মাত্র ৩৫ রান।
বাংলাদেশের ১০৩ রানের প্রথম ইনিংসের জবাবে স্বাগতিকরা তাদের প্রথম ইনিংসে ১৬২ রানের লিড পেয়েছিল। জবাবে বাংলাদেশ তৃতীয় দিনের সকালের সেশনেই চার উইকেট হারায়। কিন্তু সাকিব আল হাসান এবং নুরুল হাসান সোহান সপ্তম উইকেটে ১২২ রান যোগ করেন যা টাইগারদের ইনিংস পরাজয় এড়াতে সাহায্য করে।এছাড়া ৮৩ রানের লিড পায় বাংলাদেশ।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘দলীয় পারফরম্যান্স’ দেখতে চান সাকিব
সাকিব ও সোহান দুজনেই ফিফটি করেন।
স্বাগতিকদের পক্ষে পেসার কেমার রোচ পাঁচ উইকেট পেয়েছেন।
৮৪ রান তাড়া করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৯ রানে তিন উইকেট হারায় এবং সবগুলোই খালেদের শিকার।
তিন দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তিন উইকেটে ৪৯ রানে ব্যাট করছে।
চলমান সফরে বাংলাদেশ মোট দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।
আরও পড়ুন: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২২ লাইভ স্ট্রিমিং কোথায় দেখতে পারবেন?
২ বছর আগে
খালেদকে জরিমানা করল আইসিসি
পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের সময় দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় কাইল ভেরেনের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে বল ছুঁড়ে দেয়ায় বাংলাদেশের ডানহাতি পেসার খালেদ আহমেদকে ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
মঙ্গলবার আইসিসি জানিয়েছে, সেন্ট জর্জ পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের ২য় দিনে আইসিসি আচরণবিধির লেভেল ১ ভঙ্গ করায় খালেদকে এ জরিমানা করা হয়েছে।
খালেদ আইসিসি কোড অব কন্ডাক্টের ধারা ২.৯ লঙ্ঘন করেছেন। এই ধারা অনুযায়ী একজন খেলোয়াড় প্রতিপক্ষ দলের খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোন তৃতীয় ব্যক্তির দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে বল ছুঁড়ে মারলে দোষী বলে গণ্য হবে।
আরও পড়ুন: দ.আফ্রিকার বিপক্ষে ৩৩২ রানের হার বাংলাদেশের
জরিমানার পাশাপাশি পেসারের একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৯৫তম ওভারে এই ঘটনা ঘটে।
মাঠের আম্পায়ার মারাইস ইরাসমাস ও আল্লাহুদিন পালেকার, থার্ড আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ অফিসিয়াল বোঙ্গানি জেলে এ ব্যাপারে অভিযোগ তুলেছিলেন। খালেদ অপরাধ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ৩৩২ রানের বড় ব্যবধানে হেরেছে।
আরও পড়ুন: তাইজুলের ৬ উইকেট, প্রোটিয়াদের সংগ্রহ ৪৫৩
২ বছর আগে
ঢাকা টেস্ট: আজহার ও বাবরকে ফেরাল বাংলাদেশ
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে। প্রথম সেশনে বাংলাদেশের পেসার খালেদ আহমেদ ও এবাদত হোসেন সফরকারীদের দুই অপরাজিত ব্যাটারকে ফিরিয়ে দিয়েছেন।
এবাদত আজহার আলীকে এবং খালেদ অধিনায়ক বাবর আজমের উইকেট তুলে নেন।
চার উইকেটে ২৪২ রান করে লাঞ্চে যায় পাকিস্তান। ব্যাটিংয়ে ফাওয়াদ আলম এবং মোহাম্মদ রিজওয়ান যথাক্রমে ১৯ এবং ২৬ রানে অপরাজিত আছেন।
মঙ্গলবার সকালে বৃষ্টি না থাকলেও ম্যাচটি ১০টা ৫০ মিনিটে শুরু হয়।
সোমবার দুপুর ২টায় ম্যাচ র্যাফারি তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এর আগে রবিবার দ্বিতীয় দিনের খেলা হয়েছে মাত্র ৬ দশমিক ২ ওভার। এছাড়া প্রথম দিনের খেলাও খারাপ আবহাওয়ার কারণে বাধাগ্রস্ত হয়।
সর্বশেষ খেলা সমাপ্ত ঘোষণা করা হলে পাকিস্তান দুই উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে। বাবর আজম ৭১ ও আজহার আলী ৫২ রান করে অপরাজিত ছিলেন।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত
বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের করোনা শনাক্ত
৩ বছর আগে