বাংলাদেশের ডানহাতি পেসার খালেদ আহমেদ শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের চতুর্থ ইনিংসে ১১ বলে তিন উইকেট তুলে নিয়েছেন।
তবে খালেদের দুর্দান্ত বোলিং সত্ত্বেও, এই টেস্টে পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ।সাত উইকেট এবং ছয়টি সেশন হাতে রেখে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন মাত্র ৩৫ রান।
বাংলাদেশের ১০৩ রানের প্রথম ইনিংসের জবাবে স্বাগতিকরা তাদের প্রথম ইনিংসে ১৬২ রানের লিড পেয়েছিল। জবাবে বাংলাদেশ তৃতীয় দিনের সকালের সেশনেই চার উইকেট হারায়। কিন্তু সাকিব আল হাসান এবং নুরুল হাসান সোহান সপ্তম উইকেটে ১২২ রান যোগ করেন যা টাইগারদের ইনিংস পরাজয় এড়াতে সাহায্য করে।এছাড়া ৮৩ রানের লিড পায় বাংলাদেশ।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘দলীয় পারফরম্যান্স’ দেখতে চান সাকিব
সাকিব ও সোহান দুজনেই ফিফটি করেন।
স্বাগতিকদের পক্ষে পেসার কেমার রোচ পাঁচ উইকেট পেয়েছেন।
৮৪ রান তাড়া করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৯ রানে তিন উইকেট হারায় এবং সবগুলোই খালেদের শিকার।
তিন দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তিন উইকেটে ৪৯ রানে ব্যাট করছে।
চলমান সফরে বাংলাদেশ মোট দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।
আরও পড়ুন: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২২ লাইভ স্ট্রিমিং কোথায় দেখতে পারবেন?