থিয়েটার হল
ঢাকার দর্শকদের মুগ্ধ করেছে সুফি সঙ্গীত
বাংলাদেশ শিল্পকলা একাডেমি (বিএসএ)ও তুরস্ক দূতাবাসের যৌথ আয়োজনে সোমবার সন্ধ্যায় সুফি সঙ্গীত, তুর্কি ঐতিহ্যবাহী ঘূর্ণি দরবেশ এবং বাউল গান ঢাকার দর্শকদের মুগ্ধ করেছে।
মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে একাডেমি ও দূতাবাস যৌথভাবে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিএসএ মহাপরিচালক লিয়াকত আলী লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।
আরও পড়ুন: বাংলাদেশের দশটি প্রাচীন মসজিদ: দেশের ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন
তুর্কি রাষ্ট্রদূতের পাশাপাশি, তুর্কি শিল্পীদের একটি সাংস্কৃতিক ইউনিট, যার মধ্যে ইশাক উরুন, হাসান হেকিমোগ্লু, সেয়িত সেরকান চেলিক এবং বুরাক মালকোক, সাংস্কৃতিক সন্ধ্যায় যোগ দিয়েছিলেন। এসময় তারা তুর্কি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে শ্রোতাদের বিমোহিত করেন।
তুর্কি নৃত্যশিল্পীরা তাদের বিশ্ব বিখ্যাত ‘ঘূর্ণি দরবেশ’ উপস্থাপন করেন।
বাংলাদেশ থেকে শিল্পকলা একাডেমির বাউল ও নৃত্যদল মন্ত্রমুগ্ধ বাউল গান এবং সুফি নৃত্য পরিবেশন করেন।
আরও পড়ুন: সুলতানের শিল্পকর্ম গবেষণায় অর্থায়ন করবে যুক্তরাষ্ট্র
৩ বছর আগে