পোর্টফোলিও
চাকরির সিভি ও পোর্টফোলিও তৈরির প্রয়োজনীয় কিছু ওয়েবসাইট
সারা জীবনের বিপুল সময় ও শ্রমের অর্জনগুলোকে ছয় থেকে আট মিনিটে প্রদর্শনের জন্য সিভি ও পোর্টফোলিওর কোন বিকল্প নেই। কেননা এইটুকু সময়ের মধ্যে একজন নিয়োগ কর্তা কোন একজন চাকরিপ্রার্থীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হন। তাই হাজার হাজার নথি দেখার সময় প্রথম দৃষ্টিপাতেই যদি নজর না কাড়ে, তাহলে সিভি ও পোর্টফোলিওটি হারিয়ে যেতে পারে সেই হাজার নথির ভিড়ে। তাই প্রথমেই সিভি ও পোর্টফোলিওটাকে চোখে পড়ার মত করে সুন্দর করে বানাতে হবে। আজকের ফিচারে থাকছে ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ডকুমেন্টগুলো তৈরি করার কিছু অত্যাধুনিক উপায়।
ফ্রিতে প্রফেশনাল সিভি তৈরির তিন ওয়েবসাইট
ওজবার
এই ওয়েবসাইটটিতে ফ্রিতে সিভি ও কভার লেটার দুটোই বানানোর সুবিধা আছে। এর আছে ত্রিশটি সুন্দর সুন্দর সিভি টেমপ্লেট। সেগুলোতে ডেমো কন্টেন্ট না থাকায় ব্যবহারকারীকে কিছুটা রাইটার্স ব্লকে পড়তে হতে পারে। তবে এর কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিস্টেম যে কোন ব্যবহারকারীকে তার সিভি তৈরি করার প্রতিটি পদক্ষেপে প্রয়োজনীয় নির্দেশনা দিবে।
এখানে সাইন আপ করা ছাড়াই একাধিক পেজ নিয়ে একাধিক রিজুমি বানানো থেকে শুরু করে পিডিএফ ফরমেটে ডাউনলোড পর্যন্ত করা যাবে।
আরও পড়ুন: চাকরি: সাউথইস্ট ব্যাংক লিমিটেডে জনবল নিয়োগ
৩ বছর আগে