শ্রমজীবী মহিলা হোস্টেল
উৎপাদন বাড়াতে শ্রমিক-মালিক সুসম্পর্কে গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের স্বার্থে শিল্প মালিক ও শ্রমিকদের মধ্যে আন্তরিক ও দৃঢ় সম্পর্কের ওপর জোর দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মালিক-শ্রমিকসহ সকলকে আমি সবসময় একটা অনুরোধই করবো, মালিক-শ্রমিকের মধ্যে সুন্দর ও ভালো সম্পর্ক থাকতে হবে।’
বুধবার সকালে পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠানের মাঝে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল দেশের ৩০ কারখানা
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শ্রমজীবী মহিলা হোস্টেল ও শ্রম কল্যাণ কেন্দ্রের ৮টি নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
শেখ হাসিনা বলেন, মালিক পক্ষের সবসময় মনে রাখতে হবে এই শ্রমিকদের শ্রম দিয়েই তাদের কারখানা চালু থাকে এবং অর্থ উপার্জনের পথ সৃষ্টি হয়। সেইসাথে শ্রমিকদেরও এই অবশ্যই মনে রাখতে হবে, এই কারখানাগুলো আছে বলেই তারা তাদের পরিবারের ভরণপোষন বা নিজেদের উপার্জন করতে পারছেন।
কিছু স্বার্থান্বেষী মহলকে অনেক সময় কারখানাগুলোতে অস্থিতিশীল করার চেষ্টা করতে দেখা যায় উল্লেখ করে তিনি বলেন, একটি প্রতিযোগিতামূলক বিশ্ব হওয়ায় কারখানাগুলোতে উৎপাদন বজায় রাখা এবং নিরবচ্ছিন্নভাবে রপ্তানি করতে প্রস্তুত থাকতে হবে।
আরও পড়ুন: আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনে মনোযোগ দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেন, যদি একটি বিরূপ পরিস্থিতি তৈরি করা হয়, তা রপ্তানি ও কাজের পরিবেশকে ব্যাহত করবে এবং এইভাবে আপনারা চাকরি হারাবেন। অতএব এই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ৩০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০’ পুরস্কার তুলে দেন।
৩ বছর আগে