সেনাপ্রধান বিপিন রাওয়াত
হেলিকপ্টার বিধ্বস্ত: ভারতের সেনা সর্বাধিনায়কের মৃত্যুর আশঙ্কা
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বুধবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতসহ সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে সর্বাধিনায়কের স্ত্রী ও পাঁচজন জ্যৈষ্ঠ সেনা কর্মকর্তা রয়েছেন।
৬৩ বছর বয়সী চার তারকা জেনারেল বিপিন রাওয়াত ভারতের প্রথম ও বর্তমান চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস)।
এক টুইট বার্তায় ভারতের বিমান বাহিনী জানিয়েছে, ‘বিপিন রাওয়াতকে বহন করা আইএএফ এমআই-১৭ভি৫ হেলিকপ্টারটি তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’
দেশটির কুন্নুর জেলার নীলগিরির পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হওয়া জেনারেল রাওয়াতের হেলিকপ্টারটিতে মোট ১৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমকে সেনা সূত্র জানিয়েছে, এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি কোবিন্দের বাংলাদেশ সফর দ্বিপক্ষীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ: ভারত
ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা ঢাকায়
২ বছর আগে