পেট
মঙ্গাপীড়িত এলাকার মানুষও এখন তিন বেলা পেট ভরে খায়: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, একসময়ের মঙ্গাপীড়িত এলাকার মানুষও এখন তিন বেলা পেট ভরে খেতে পায়।
তিনি বলেন, বিএনপির আমলে প্রতি বছর আশ্বিন-কার্তিক মাসে উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত এলাকার অনেক মানুষকে না খেয়ে থাকতে হতো, না খেয়ে অনেক মানুষ মারাও যেতো।
আর আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব নীতির কল্যাণে সে সব মঙ্গাপীড়িত এলাকার মানুষও তিন বেলা পেট ভরে খেতে পায়, দেশের একটি মানুষও না খেয়ে থাকে না।
আরও পড়ুন: দেশে ১৫ লাখ বেল তুলা উৎপাদন সম্ভব: কৃষিমন্ত্রী
রবিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর দনিয়ায় পিএনপি শহীদ ফারুক ইকবাল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপি-জামায়াতের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি-জামায়াত আন্দোলন ও ষড়যন্ত্র করছে। হরতাল, অবরোধ আর মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার পুনরাবৃত্তি করতে চাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াতকে এবার আর তা করতে দেওয়া হবে না।
মন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে দেশের জনগণ নেই। জনগণ কোনদিন বিএনপিকে ক্ষমতায় আনবে না।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুল লতিফ পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
আরও পড়ুন: আন্দোলনের নামে যা খুশি তাই করলে সমুচিত শিক্ষা দেওয়া হবে: কৃষিমন্ত্রী
অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিএনপি অস্থির হয়ে পড়েছে: কৃষিমন্ত্রী
১ বছর আগে
সিরাজগঞ্জে সেই যুবকের পেট থেকে বের হলো আরও ৮টি কলম!
সিরাজগঞ্জে আব্দুল মোতালেব নামের ওই যুবকের পেট থেকে আরও ৮টি কলম বের করেছেন চিকিৎসকেরা।
সোমবার (২৯ মে) দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা তার পেট থেকে কলমগুলো বের করে।
এ নিয়ে দু’দফায় অস্ত্রোপচার ছাড়াই অ্যান্ডোস্কপির মাধ্যমে মোট ২৩টি কলম বের করা হলো মানসিক ভারসাম্যহীন ওই রোগীর পেট থেকে।
রোগী আব্দুল মোতালেব বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ১১ হাজার পিস ইয়াবা জব্দ, যুবক গ্রেপ্তার
দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত মোতালেব রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন এবং কলম কুড়িয়ে আস্ত গিলে ফেলতেন।
ওই হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত মোতালেব সম্ভবত পথে পথে ঘুরে বেড়ানোর সময় কলম কুড়িয়ে তা গিলে ফেলতেন। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার পেটে অনেকগুলো কলম দেখতে পেয়ে তা বের করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি জানান, বৃহস্পতিবার (২৫ মে) বিকালে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম ও কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান কোনোপ্রকার অস্ত্রোপচার ছাড়াই ৩ ঘণ্টা এন্ডোস্কোপির মাধ্যমে মানসিক রোগী মোতালেবের পেট থেকে এক এক করে ১৫টি কলম বের করে আনেন। এরপর তার পেটে আরও ৮টি কলম থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ সোমবার (২৯ মে) দুপুরে প্রায় এক ঘণ্টারও বেশি সময় অ্যান্ডোসকপির মাধ্যমে আরও ৮টি কলম বের করেন চিকিৎসকরা।
আরও পড়ুন: রোগীর পেট থেকে বের করা হলো ১৫টি কলম!
তার পেটে এখন আর কোন কলম নেই এবং বর্তমানে সে সুস্থ আছে। তবে মেডিকেল সাইন্সের ইতিহাসে মানুষের পেট থেকে এতগুলো কলম বের করার ঘটনা প্রথম বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন:
১ বছর আগে
পেটে কাঁচি রেখেই সেলাই, ২০ বছর পর অপসারণ!
অস্ত্রোপচারের সময় পেটে সার্জিক্যাল আর্টারি (কাঁচি) রেখে সেলাই করে দেয়ার ২০ বছর পর এক নারীর পেট থেকে সেই কাঁচি অপসারণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সেই কাঁচি অপসারণ করা হয়েছে।
বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি সিনিয়র কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন। তার তত্ত্বাবধায়নেই চিকিৎসাধীন রয়েছেন ওই নারী।
ভুক্তভোগী নারীর নাম বাচেনা খাতুন। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হাপানিয়া গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।
জানা যায়, ২০০২ সালের ২৫ মার্চ মেহেরপুরের গাংনী উপজেলার রাজা ক্লিনিকে পিত্তথলির পাথর অস্ত্রোপচার করিয়েছিলেন বাচেনা খাতুন। অস্ত্রোপচার করেছিলেন সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক মিজানুর রহমান। তার সঙ্গে সহকারী হিসেবে ছিলেন রাজা ক্লিনিকের পরিচালক ডা. পারভিয়াস হোসেন রাজা ও বাচেনার অ্যানেস্থেসিয়া করেন ডা. তাপস কুমার।
অস্ত্রোপচারের এক সপ্তাহ পর বাচেনা খাতুনকে প্রেসক্রিপশন দিয়ে ছাড়পত্র দেয়া হয়। কিন্তু সুস্থ হতে পারেননি বাচেনা খাতুন। অস্ত্রোপচারের সময় পেটের মধ্যে সার্জিক্যাল আর্টারি রেখেই সেলাই করে দিয়েছিলেন চিকিৎসক। পুনরায় ডা. রাজার শরণাপন্ন হলে তিনি ঠিক হয়ে যাওয়ার কথা বলে ফেরত পাঠান।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
২০-২৫ দিন আগে রাজশাহীর একটি ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে পরীক্ষা করালে তার পেটে কাঁচির উপস্থিতির কথা জানা যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট (সিনিয়র) ডা. ওয়ালিউর রহমান বলেন, গত ৪ জানুয়ারি থেকে বাচেনা খাতুনকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিকসের জন্য অস্ত্রোপচার পিছিয়ে যাচ্ছিল। ডায়াবেটিক নিয়ন্ত্রণ থাকায় আজ তার অস্ত্রোপচার করা হয়েছে। তার পেটে থাকা দীর্ঘদিনের সার্জিক্যাল আর্টারি (কাঁচি) অপসারণ করা হয়েছে।
এদিকে এ ঘটনায় গত ৫ জানুয়ারি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সিভিল সার্জন ডা. জাওয়াহেরুল ইসলাম।
তিনি জানান, কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গাংনীর সেই রাজা ক্লিনিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার
চুয়াডাঙ্গায় বছরের সর্বনিম্ন ৭ ডিগ্রি তাপমাত্রা, জনজীবন বিপর্যস্ত
২ বছর আগে
বিমানবন্দরে পেটের ভেতর থেকে মিলল দুই হাজার পিস ইয়াবা!
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেটের ভেতর থেকে দুই হাজার ৩৫ পিস ইয়াবাসহ সঞ্জয় কুমার (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটক সঞ্জয় কুমার কক্সবাজার থেকে ঢাকাগামী নভোএয়ারের ফ্লাইট ভিকিউ ৯৩৪-এর যাত্রী।
বিমানবন্দরের অতিরিক্ত পুলিশ সুপার মো.জিয়াউল হক জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এএপিবিএন সদস্যদের সন্দেহ হওয়ায় তারা সঞ্জয়কে আটক করে।
আরও পড়ুন: মাগুরায় ইয়াবা জব্দ, আটক ১
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সঞ্জয় জানান, সে তার পেটে ইয়াবা ট্যাবলেট রেখেছে। পরে নিকটস্থ হাসপাতালে এক্স-রে করা হলে তার পেটে দুই হাজার ৩৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
জিয়াউল হক বলেন, সঞ্জয় কক্সবাজার থেকে ফ্লাইটে ওঠার আগে শফিক নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো নেয় এবং ঢাকায় মো. আরমান নামের এক ব্যক্তির কাছে সেগুলো পৌঁছে দেয়ার কথা ছিল।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন: টেকনাফ থেকে ২ লাখ পিস ইয়াবা জব্দ
সিএমপির পুলিশ কনস্টেবল গ্রেপ্তার, ১৪ হাজার ইয়াবা জব্দ
৩ বছর আগে