অনূর্ধ্ব-১৭
সব বিভাগে বিকেএসপির মতো ইনস্টিটিউট হবে: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তোলার জন্য খেলাধুলা ও শারীরিক ব্যায়াম অত্যন্ত জরুরি বলে সরকার দেশের প্রতিটি বিভাগে বিকেএসপির মতো একটি করে ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তুলবে।
বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২১-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে যুক্ত হয়ে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে সুস্থ মন ও দেহের অধিকারী হওয়ার জন্য শিক্ষার পাশাপাশি খেলাধুলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি আমাদের শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় নিয়মিত যুক্ত রাখতে পারি, তাহলে তাদের বিপথে যাওয়ার সম্ভাবনা নেই, তারা কখনই মাদকে আসক্ত হবে না এবং জঙ্গিবাদে জড়াবে না। তারা পড়াশোনাও ছাড়বে না।’
সরকার ইতোমধ্যে প্রতিটি বিভাগে একটি করে ক্রীড়া ইনস্টিটিউট করার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন,‘প্রতি বিভাগে বিকেএসপির মতো ইনস্টিটিউট থাকবে। আমরা ইতোমধ্যে আরও দুটি ক্রীড়া প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছি এবং অন্যান্য বিভাগের জন্যও এই জাতীয় প্রতিষ্ঠান অনুমোদন করব...খেলাধুলা এবং শারীরিক ব্যায়াম অপরিহার্য।’
এর আগে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি রংপুর ও ময়মনসিংহ বিভাগের মেয়েদের মধ্যকার ফাইনাল ম্যাচ দেখেন।
ফাইনাল খেলায় সিলেট বিভাগ রাজশাহী বিভাগকে পেনাল্টি শুটআউটে হারিয়েছেন এবং রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগকে ১-০ গোলে হারিয়েছে।
আরও পড়ুন: সব বাধা ভেঙে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
এ বছর দেশব্যাপী মেগা টুর্নামেন্টে মোট এক লাখ ১০ হাজার ৫৫৭ জন তরুণ ক্রীড়াবিদ অংশ নিয়েছে।
টুর্নামেন্টের অংশ হিসেবে প্রায় চার হাজার ৮২৮টি দল –চার হাজার ৫৭১টি ইউনিয়ন এবং ২৫৭টি পৌরসভা ও উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় যোগ দেয় এবং ৫৮১টি দল -৪৯২টি উপজেলা, ২৯টি শহর এবং ৬০টি পৌরসভা দল - জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরবর্তীকালে, ৬৮টি দল - ৬৪টি জেলা দল এবং চারটি সিটি দল- বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয় এবং অবশেষে আটটি বিভাগীয় পর্যায়ের দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ বালক অনূর্ধ্ব-১৭ এর শিরোপা জিতেছে সিলেট বিভাগ এবং বঙ্গমাতা গোল্ডকাপ বালিকা অনূর্ধ্ব-১৭ এর শিরোপা জিতেছে রংপুর বিভাগ।
নগরীর কমলাপুর এলাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ট্রফি, পদক ও পুরস্কারের অর্থ বিতরণ করেন। এসময় যুব ও ক্রীড়া (সিনিয়র) সম্পাদক আক্তার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিশ্বের ৪৩তম ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা
উৎপাদন বাড়াতে শ্রমিক-মালিক সুসম্পর্কে গুরুত্ব প্রধানমন্ত্রীর
২ বছর আগে