বিপিন রাওয়াত
পাকিস্তানের মদদপুষ্ট ৩৫ ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তকর তথ্য ছড়ানোয় পাকিস্তানের মদদপুষ্ট ৩৫টি ইউটিউব চ্যানেল শুক্রবার বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ভারত।
ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তান থেকে পরিচালিত এ ইউটিউব চ্যানেল, দুটি টুইটার অ্যাকাউন্ট, দুটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দুটি ওয়েবসাইট ও একটি ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, ভারত সরকার দেশটির প্রথম প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর জন্য দায়ী এবং তার মেয়ে ইসলাম গ্রহণ করবে-এমন ভুয়া খবর ছড়াচ্ছিলো এসব ইউটিউব চ্যানেল।
আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্ত: ভারতের সেনা সর্বাধিনায়কসহ ১৩ জন নিহত
রাজধানী দিল্লিতে স্থানীয় গণমাধ্যমে দেশটির তথ্য সচিব অপূর্ব চন্দ্র বলেন, ‘কনটেন্টগুলো একেবারে ভুয়া। যেমন তারা বলছে, বিপিন রাওয়াতের মৃত্যুর জন্য সরকার দায়ী এবং উত্তর কোরিয়ার সেনাবাহিনী কাশ্মীরে যাচ্ছে ইত্যাদি। এটা কি ধরনের বাজে কথা!’
তিনি বলেন, ‘এই ইউটিউব চ্যানেলগুলোর মোট সাবস্ক্রাইবার এক কোটি ২০ লাখের বেশি। তাদের দেয়া ভিডিও ১৩০ কোটি বার দেখা হয়েছে। যাদের অধিকাংশই ভারতীয়। আমাদের গোয়েন্দা সংস্থা এখন এ পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং ইউটিউবে এই জাতীয় আরও চ্যানেল বন্ধ করা হবে।’
এর আগে গত বছরের ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এক হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াত, তার স্ত্রী ও ১২ সশস্ত্র কর্মকর্তা নিহত হন। পরে তিন বাহিনীর সমন্বয়ে করা এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, ‘মেঘলা আবহাওয়ায় মানবীয় ত্রুটির’ কারণে তাদের বহন করা হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
আরও পড়ুন: সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতের
এবছরও ভারতের প্রজাতন্ত্র দিবসে থাকছে না কোনো বিদেশি অতিথি
২ বছর আগে
যথাযোগ্য মর্যাদায় প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে বিদায় জানাল ভারত
ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া সশস্ত্র বাহিনীর ১১ জন সদস্যকে যথাযোগ্য মর্যাদায় বিদায় জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানী দিল্লিতে ৬৩ বছর বয়সী চিফ অফ ডিফেন্স স্টাফ এবং তাঁর স্ত্রী মধুলিকাকে পূর্ণ সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
এসময় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা লাইন ধরে দাড়িয়ে ছিলেন। এসময় ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার শীর্ষ সামরিক কমান্ডাররা মৃতের আত্মার শ্রদ্ধা জানাতে ব্রার স্কয়ারে অবস্থিত শ্মশানে উপস্থিত হয়েছিলেন।
আরও পড়ুন: ভারতের প্রতিরক্ষা প্রধানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
জেনারেল রাওয়াত এবং তাঁর স্ত্রীর মৃতদেহ একই চিতাতে পাশাপাশি রাখা হয়েছিল, এরপর হিন্দু রীতি অনুসারে তাদের দুই কন্যা কৃত্তিকা এবং তারিন তাদের মুখাগ্নি করেন। এসময় প্রায় ৮০০ ভারতীয় প্রতিরক্ষা কর্মী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেশটির সকল টেলিভিশন চ্যানেলে এই অন্ত্যেষ্টিক্রিয়া সরাসরি সম্প্রচার করা হয়েছিল।
বৃহস্পতিবার রাতে বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১৩ জনের লাশ দিল্লিতে আনা হয়। বিমানটি পালাম বিমানবন্দরে অবতরণের পর; ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এক হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত তাঁর স্ত্রীসহ ১৩ যাত্রী নিহত হন। এসময় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
জেনারেল রাওয়াত,দেশটির একজন চার তারকাপ্রাপ্ত জেনারেল। বুধবার দুপুরে ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে বক্তৃতা দিতে যাওয়ার পথে তাদের বহনকারী এমআই ১৭ ভি৫ চপারটি তামিলনাড়ুর কুনুর জেলার নীলগিরির পাহাড়ী এলাকায় বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।দুর্ভাগ্যজনক হেলিকপ্টারটিতে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জন ঘঠনাস্থলেই প্রাণ হারান।
আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্ত: ভারতের সেনা সর্বাধিনায়কসহ ১৩ জন নিহত
দুর্ঘটনার একমাত্র জীবিত ব্যক্তি সিনিয়র এয়ার ফোর্স অফিসার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং কে বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়েলিংটনের একটি হাসপাতাল থেকে পাশের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে একটি অত্যাধুনিক সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভারত সরকার বৃহস্পতিবার একটি ত্রি-মাত্রিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। অর্থাৎ, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যের সমন্বয়ে এই দুর্ঘটনার বিষয়ে তদন্ত পরিচালিত হবে।
এবিষয়ে ভারতীয় সংসদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, “তদন্তের নেতৃত্ব দেবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং (এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ ট্রেনিং কমান্ড”।
আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্ত: ভারতের সেনা সর্বাধিনায়কের মৃত্যুর আশঙ্কা
৩ বছর আগে