গাজীপুরে স্পিনিং মিলে আগুন
গাজীপুরে স্পিনিং মিলে আগুন, দগ্ধ ১
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে একটি স্পিনিং মিলের তুলার গুডাউনে আগুন লাগার খবর পাওয়া গেছে। এ সময় মোতালেব নামে এক ইলেকট্রিশিয়ান দগ্ধ হয়েছেন।
আরও পড়ুন: রাজবাড়ী জুট মিলে আগুন
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে কালিয়াকৈরের সফিপুরে মালেক স্পিনিং মিলে তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আরও পড়ুন: চট্টগ্রামে বস্তিতে আগুন
তিনি জানান, প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে গোডাউনের ইলেক্ট্রিশিয়ান দগ্ধ হন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
৩ বছর আগে