বাংলামোটর
রাজধানীতে তীব্র যানজট
রাজধানীতে মঙ্গলবার সকাল থেকেই তীব্র যানজট দেখা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের মাত্রা আরও বেড়ে গিয়েছে। বিশেষ করে জাতীয় সংসদ থেকে ফার্মগেট, কারওয়ান বাজার ও বাংলামোটরগামী যাত্রীদের বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে।
সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ বাংলাদেশ আয়োজিত সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে। ঢাকার বাইরে থেকে অনেকে আসায় তাদের বহনকারী বাস ও গাড়িগুলো রাস্তায়ই পার্কিং করা হয়েছে।
আরও পড়ুন: যানজট নিরসনে রাস্তা ও পার্কিংয়ের স্থান বাড়ানোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
গাবতলী থেকে আসা বাসচালক আফজাল বলেন, 'আসাদ এভিনিউ থেকে বাংলামোটর যেতে প্রতিদিন যেখানে ২০ মিনিট লাগে সেখানে আজকে ১ ঘণ্টারও বেশি সময় লেগেছে।’
ঢাকা মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রাজধানীর বাইরে থেকে বিপুলসংখ্যক যানবাহন ঢাকায় এসেছে। সেসব যানবাহন সড়কেই পার্কিং করায় যানজটের মাত্রা বেড়ে গিয়েছে। পরে যা পুরো ঢাকাতে ছড়িয়ে গিয়েছে।
আরও পড়ুন: ঢাকায় যানজটের জন্য অবৈধ যানবাহন-সড়কের কর্মসূচি দায়ী: স্বরাষ্ট্র উপদেষ্টা
১ মাস আগে
বাংলামোটর মোড়ে বাসে আগুন
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে রাজধানীর বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে হরতালে বাসে আগুন
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৬টা ৩৭ মিনিটে ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তানহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছেন।
তিনি আরও জানান, এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: মিরপুরে বিআরটিসির বাসে আগুন
সাইনবোর্ডে যাত্রীবাহী বাসে আগুন
১ বছর আগে
বাংলামোটরে সেন্টমার্টিন পরিবহনের বাসে আগুন
রাজধানীর বাংলামোটরে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হলে পাশের একটি গোডাউনেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পৌণে একঘন্টার চেষ্টায় ১০টা ৭ মিনিটে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পুরান ঢাকার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু
পুরান ঢাকার জুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে
২ বছর আগে
রাজধানীর বাংলামোটরে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বাংলামোটরে একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দীর্ঘ দুই ঘণ্টার বেশি সময় চেষ্টা করে বৃহস্পতিবার দুপুরে এ আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের গণমাধ্যম শাখার উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার বলেন, ১১ তলা বিশিষ্ট রাহাত টাওয়ারের আগুন দুপুর ১টা ১২ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: রাজধানীর বাংলামোটরে বহুতল ভবনে আগুন
এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে রাহাত টাওয়ারের ১১ তলায় আগুন লাগে এবং দ্রুতই তা ভবনে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ফিলাডেলফিয়ায় ভবনে আগুন: ৮ শিশুসহ নিহত ১২
লঞ্চে আগুন: প্রতিবেদন জমা দিলো তদন্ত কমিটি
২ বছর আগে
রাজধানীর বাংলামোটরে বহুতল ভবনে আগুন
রাজধানীর বাংলামোটরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে ১১ তলা বিশিষ্ট রাহাত টাওয়ারের ১১ তলায় আগুন লাগে এবং দ্রুতই তা ভবনে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ফিলাডেলফিয়ায় ভবনে আগুন: ৮ শিশুসহ নিহত ১২
তিনি বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে যায়। ‘আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’
২ বছর আগে
রাজধানীর আরকে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৩
রাজধানীর বাংলামোটরে অবস্থিত বহুতল বাণিজ্যিক ভবন আরকে টাওয়ারে আগুন লেগে অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
আহতরা হলেন ভবনটিতে থাকা ‘রাবেয়া এন্টারপ্রাইজ’ নামের একটি খেলনা আমদানিকারক প্রতিষ্ঠানের অফিস সহকারী মামুন খান (৩১), তাফসির মিয়া (২৬) ও মানিক ফকির (২০)।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ১০ তলা ভবনটির সপ্তম তলায় আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে।
ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকাল ৪টা ২০ মিনিটে পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরও পড়ুন: রাজধানীর আর কে টাওয়ারে আগুন
আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন জানান, আহত মামুন ৩৪ শতাংশ, তাফসির সাত শতাংশ ও মানিক তিন শতাংশ দগ্ধ হয়েছেন।
আহত মানিক বলেন, আমরা খেলনাগুলো গুছিয়ে রাখছিলাম তখন রুমে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে তার সন্দেহ।
এদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে আগুন: দুই সন্তান-স্বামীর পর চলে গেলেন স্ত্রীও
চট্টগ্রামে ঝুট গুদামে আগুন
৩ বছর আগে