রাজধানীতে মঙ্গলবার সকাল থেকেই তীব্র যানজট দেখা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের মাত্রা আরও বেড়ে গিয়েছে। বিশেষ করে জাতীয় সংসদ থেকে ফার্মগেট, কারওয়ান বাজার ও বাংলামোটরগামী যাত্রীদের বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে।
সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ বাংলাদেশ আয়োজিত সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে। ঢাকার বাইরে থেকে অনেকে আসায় তাদের বহনকারী বাস ও গাড়িগুলো রাস্তায়ই পার্কিং করা হয়েছে।
আরও পড়ুন: যানজট নিরসনে রাস্তা ও পার্কিংয়ের স্থান বাড়ানোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
গাবতলী থেকে আসা বাসচালক আফজাল বলেন, 'আসাদ এভিনিউ থেকে বাংলামোটর যেতে প্রতিদিন যেখানে ২০ মিনিট লাগে সেখানে আজকে ১ ঘণ্টারও বেশি সময় লেগেছে।’
ঢাকা মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রাজধানীর বাইরে থেকে বিপুলসংখ্যক যানবাহন ঢাকায় এসেছে। সেসব যানবাহন সড়কেই পার্কিং করায় যানজটের মাত্রা বেড়ে গিয়েছে। পরে যা পুরো ঢাকাতে ছড়িয়ে গিয়েছে।
আরও পড়ুন: ঢাকায় যানজটের জন্য অবৈধ যানবাহন-সড়কের কর্মসূচি দায়ী: স্বরাষ্ট্র উপদেষ্টা