আমিরাত
আমিরাতে গ্যাস বিস্ফোরণে ভারত ও পাকিস্তানের নাগরিক নিহত, আহত ১২০
চলতি সপ্তাহের শুরুর দিকে আবুধাবিতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২০ জন আহত হয়েছে, এসময় একজন ভারতীয় এবং একজন পাকিস্তানি নাগরিক মারা গেছেন।
বৃহস্পতিবার ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমিরাতের রাজধানী আবুধাবির খালিদিয়া পাড়ায় সোমবার বিস্ফোরণে একজন ভারতীয় মারা গেছেন এবং প্রায় ১০০ জন আহত হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে একজন পাকিস্তানি নিহত ও অন্যরা আহত হয়েছে। পাকিস্তানি কূটনীতিকরাও রাজধানীর একটি থানা পরিদর্শন করেছেন এবং বলেছেন যে আমিরাত কর্তৃপক্ষ তাদের তদন্তের বিষয়ে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।
আরও পড়ুন: টেক্সাসে স্কুলে বন্দুক হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১
উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
২ বছর আগে
আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে শুক্রবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবুধাবির ক্রাউন প্রিন্স ও দেশটির সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ শোক প্রকাশ করেন।
এক বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণ আমার সঙ্গে আপনার মহামান্যের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জানাতে এবং আপনার মাধ্যমে রাজপরিবারের শোকসন্তপ্ত সদস্য ও আমিরাতের ভাইদের শোক ও দুঃখের এই সংকটময় মুহূর্তে সমবেদনা জানাতে যোগ দেয়।’
শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান একজন মহান রাষ্ট্রনায়ক, আবুধাবির একজন মহান শাসক ও মুসলিম উম্মাহর একজন দূরদর্শী নেতা ছিলেন বলে পুনর্ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন: আরব আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক
শেখ হাসিনা বলেন, ‘তার গতিশীল নেতৃত্ব, বিচক্ষণতা ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় উন্নয়ন এবং ইসলামী উদ্দেশ্যের অগ্রগতির প্রতি নিবেদন এমন কিছু বিষয় যা তাকে ইতিহাসে একজন স্মরণীয় ব্যক্তিত্ব করে রাখবে।’
তিনি বলেন, শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের একজন মহান বন্ধু ও শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের একজন অভিভাবক ছিলেন।
তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, ‘আমরা তাঁর চির শান্তির জন্য প্রার্থনায় হাত মিলিয়েছি যে সর্বশক্তিমান আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করবেন। আমরা শোকাহত রাজপরিবারের সদস্যদের এবং সংযুক্ত আরব আমিরাতের ভ্রাতৃপ্রতিম জনগণ যারা এই অপূরণীয় ক্ষতি বহন করবে তাদের সাহস ও সহনশীলতা দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।’
আরও পড়ুন: আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ মারা গেছেন
দুবাইয়ের শাসক, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কাছেও আরেকটি শোকপত্র পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি তার চিঠিতে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং তার নিজের পক্ষ থেকে আবুধাবির শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের একজন গতিশীল ও দূরদর্শী রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি বলেন, তিনি তার পুরো জীবন সংযুক্ত আরব আমিরাতের আর্থ-সামাজিক পরিবর্তনের জন্য উৎসর্গ করেছেন এবং দেশটিকে একটি সমৃদ্ধ ও অগ্রগামী জাতিতে পরিণত করেছেন।
২ বছর আগে
কানাডা ও আমিরাতে ঢুকতে না পেরে দেশে ফিরলেন মুরাদ
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে ব্যর্থ হয়ে রবিবার দেশে ফিরে এসেছেন।
হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ইউএনবিকে বলেন, মুরাদ বিকাল ৫টার দিকে ই কে ৫৮৬ নামে এমিরেটসের একটি ফ্লাইটে করে দেশে ফেরেন।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বিমানবন্দরের কর্মকর্তা জানান, দুবাইয়ে প্রবেশের জন্য তার কোনো বৈধ ভিসা না থাকায় তিনি দেশে ফিরে আসেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে এমিরেটসের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন ডা. মুরাদ হাসান।
আরও পড়ুন: কানাডার পর দুবাইয়ে প্রবেশেও বাধা, আজ দেশে ফিরতে পারেন মুরাদ
টরন্টোভিত্তিক বাংলা নিউজ পোর্টাল ‘দ্য বেঙ্গলি টাইমস.কম’ জানায়, শুক্রবার দিবাগত রাত ১.৩১ মিনিটে (কানাডিয়ান সময়) টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মুরাদ।
কানাডার অভিবাসন কর্মকর্তারা সাবেক প্রতিমন্ত্রীকে বাংলাদেশে নারীদের প্রতি অশালীন, শিষ্টাচারবহির্ভূত বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।
নিউজ পোর্টালটি বলছে, কর্মকর্তারা তাকে জড়িয়ে বিভিন্ন ভিডিও, ছবি এবং খবর দেখায় এবং সেগুলো সম্পর্কে জানতে চান।
এতে বলা হয়, মুরাদকে বাংলাদেশ ছেড়ে কানাডায় আসার কারণ সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়, কিন্তু তিনি কোনো ‘সন্তোষজনক উত্তর’ দিতে ব্যর্থ হন।
এরপর কানাডার বিমানবন্দর থেকে এমিরেটসের ফিরতি ফ্লাইটে মুরাদকে দুবাই ফেরত পাঠানো হয়।
এদিকে, মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, রাষ্ট্র তার প্রতি ক্ষুব্ধ নয়।
জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই-এর এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, তবে কেউ যদি মুরাদের প্রতি ক্ষুব্ধ হয় তবে মামলা করতে পারে।
আরও পড়ুন: মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন
সম্প্রতি মুরাদ হাসান সোশ্যাল মিডিয়ায় এক সাক্ষাৎকারে নারীদের প্রতি অসম্মানজনক মন্তব্যের জন্য বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েন। তার অশালীন মন্তব্য সম্বলিত বেশ কয়েকটি অডিও এবং ভিডিও গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এছাড়া অভিনেতা ইমন ও অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে মুরাদের দুই বছর আগের একটি ফোনালাপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই অডিও ক্লিপে তিনি অভিনেত্রীকে ‘অপমানজনক মন্তব্য’, হুমকি এবং অশালীন প্রস্তাব দিয়েছিলেন।
সোমবার ৬ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক অবমাননাকর মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন।
পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন তিনি।
আরও পড়ুন: মুরাদের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
৩ বছর আগে