জুরাইন
জুরাইন লেভেল ক্রসিংয়ে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ, রেল চলাচল ব্যাহত
রাজধানীর জুরাইনে ব্যাটারিচালিত রিকশাচালকরা রেলক্রসিং অবরোধ করায় সড়ক ও রেল উভয় যান চলাচল বিঘ্নিত হয়েছে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি চেয়ে বেলা ১১টার দিকে কয়েকশ’ রিকশাচালক বিক্ষোভ শুরু করেন।
পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে এলাকা খালি করে দেয়। কিন্তু বিক্ষোভকারীরা তা মানতে অস্বীকৃতি জানালে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয় এবং তাদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুর ১টার দিকে তাদেরকে পুরোপুরি সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানান ওসি শফিকুল ইসলাম।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে যান চলাচলে নিষেধাজ্ঞা
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ ও খুলনার মধ্যে রেল যোগাযোগ ব্যাহত হয়েছে।
ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী দুটি ট্রেন দেরিতে ছেড়েছে।
এছাড়া খুলনাগামী নকশি কাথার কমিউটার ট্রেন ও রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেসও তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি।
তবে বিকাল ৩টা ২০ মিনিটের মধ্যে রেললাইন খালি করা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গত মঙ্গলবার তিন কার্যদিবসের মধ্যে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পরদিন রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে চালকরা।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ডাউন লাইন দিয়ে চলাচল স্বাভাবিক
১৮ মিনিট আগে
রাজধানীর জুরাইনে গ্যাসের চুলার আগুনে নারীসহ ৩ জন দগ্ধ
রাজধানীর জুরাইন এলাকায় গ্যাসের চুলার আগুনে নারীসহ ৩ জন দগ্ধ হয়েছেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
দগ্ধরা হলেন- বিনা রানী দাস (৩৫ বছর), চাচাতো দেবর বনমালী দাস (৩০ বছর), ও চাচাতো দেবর তপু দাস (৩২ বছর)।
দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে ১৪ জন দগ্ধের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তাদের হাসপাতালে নিয়ে যান বিনা রানী দাসের চাচা শ্বশুর বিদু দাস। তিনি বলেন, ‘সন্ধ্যার দিকে বিনা রানী ডাল রান্না করার সময় চুলায় হঠাৎ করে দাউ দাউ করে আগুন ধরে যায়। পরে বিনাকে বাঁচাতে গিয়ে আরও দুইজন দগ্ধ হয়। দগ্ধ ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধদের মধ্যে বিনার শরীর অনেক বেশি পুড়ে গেছে।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, কদমতলীর জুরাইনের ঋষিপাড়া এলাকায় চুলার আগুনে দগ্ধ হয়ে ৩ জন ঢাকা মেডিকেলের বার্নের জরুরি বিভাগে এসেছেন। তাদের চিকিৎসা চলছে।
বিনা রানী দাসের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ও দেবর বনমালীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
সিলেটে সিএনজি স্টেশনে আগুনে দগ্ধ ১ জনের মৃত্যু
৯ মাস আগে
জুরাইনে গ্যাস বিস্ফোরণে বাবা-মায়ের পর মেয়ের মৃত্যু
জুরাইনে গ্যাসের বিস্ফোরণে বাবা-মায়ের মৃত্যুর পর তাদের পাঁচ বছর বয়সী মেয়েও মারা গেছে।এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।
বুধবার (২৩ আগস্ট) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শিশুটির মৃত্যু হয়।
নিহত আফসানা ওই এলাকার মৃত আতাহার আলীর মেয়ে।
আরও পড়ুন: রাজধানীর জুরাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, আফসানা ২৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে সোমবার (১৪ আগস্ট) গ্যাস পাইপলাইন ছিদ্র হয়ে বিস্ফোরণে আফসানাসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।
দগ্ধদের মধ্যে শিশুটির বাবা আতাহার আলী (৩৫) ও মা মুক্তা খাতুন (৩০) গত ১৭ আগস্ট হাসপাতালে মারা যান।
আরও পড়ুন: রাজধানীর জুরাইনে জুতার কারখানায় আগুন
১ বছর আগে
যাত্রাবাড়ী থেকে জুরাইন পর্যন্ত বিএনপির ২য় পদযাত্রা শুরু
বিএনপির চার দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামী সাধারণ নির্বাচন নির্দলীয় নির্বাচনসহ ১০ দফা দাবি নিয়ে ঢাকা দক্ষিণ সিটি শাখার নেতাকর্মীরা যাত্রাবাড়ী থেকে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় মিছিল করছেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এটি বিএনপির দ্বিতীয় কর্মসূচি। শনিবার দলের ঢাকা উত্তর মহানগর শাখার নেতাকর্মীরা রাজধানীর বাড্ডা থেকে মালিবাগ পর্যন্ত মিছিল করে।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ফখরুল দলের নেতাকর্মীদের আগের সব কর্মসূচির মতো শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।
তবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে দুর্বলতা না ভাবতে তিনি ক্ষমতাসীন দলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমাদের কর্মসূচি বাধাগ্রস্ত হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।’
আরও পড়ুন: শাহজাদপুর থেকে মালিবাগ বিএনপির পদযাত্রা শুরু
সাধারণ মানুষের সম্পৃক্ততায় শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে চূড়ান্ত বিজয় অর্জন করবেন বলেও জানান এই বিএনপি নেতা।
ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোট ও অন্যান্য অধিকারের জন্য পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে তারা আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা করেছেন। এই মিছিল গণতন্ত্র ও সভ্যতার বিজয়।
তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পায়ের নিচের মাটি হারিয়ে ফেলায় এখন বেপরোয়া মন্তব্য করছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে সাবেক সংসদ সদস্য ও বিএনপি থেকে বরখাস্ত হওয়া নেতা অ্যাডভোকেট আবদুস সাত্তারকে বিজয় নিশ্চিত করতে ক্ষমতাসীন দলের নানা ধরনের 'অশুভ' প্রচেষ্টার কথা উল্লেখ করে ফখরুল বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা: ফখরুল
ফখরুল বলেন, ‘সুতরাং, আওয়ামী লীগ সরকারকে সংসদ থেকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সংসদ ভেঙে দিতে হবে। যাতে মানুষ একটি নতুন নির্বাচন কমিশনের অধীনে তাদের ভোট দিতে পারে।’
ব্যানার, জাতীয়, দলীয় ও সাদা পতাকা, ফেস্টুন ও দলের শীর্ষ নেতাদের প্রতিকৃতি নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এ কর্মসূচিতে যোগ দেন।
আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ২৮, ৩০, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি রাজধানীতে চারদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
আগামী ৩১ জানুয়ারি গাবতলী থেকে মিরপুর-১০ মোড় পর্যন্ত মিছিল করবে ঢাকা উত্তর মহানগর বিএনপি।
এছাড়া ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ মহানগর বিএনপি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে।
আরও পড়ুন: ক্ষমতাচ্যুতি এড়াতে এখনই পদত্যাগ করুন, সরকারকে ফখরুল
১ বছর আগে
রাজধানীতে পুলিশের ওপর হামলা: পাঁচজনের ৩দিনের রিমান্ড
রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় উল্টোপথে আসা মোটরসাইকেল আটকে কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে ট্রাফিক সার্জেন্টসহ তিন পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আইনজীবীসহ পাঁচজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অন্যদিকে মামলার অপর আসামি আইনজীবী ইয়াসিন জাহান নিশান ভুঁইয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডে যাওয়া পাঁচ আসামি হলেন- আইনজীবী সোহাকুল ইসলাম রনি, আইনজীবী ইয়াসিন আরাফাত ভুইয়া, মো. শরিফ, মো. নাহিদ ও মো. রাসেল।
বুধবার মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে আদালতে হাজির করে পাঁচ আসামির সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শ্যামপুর থানার পরিদর্শক খন্দকার জালাল উদ্দিন মাহমুদ।
অপর মহিলা আসামি আইনজীবী ইয়াসিন জাহান নিশান ভুইয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আরও পড়ুন: রাজধানীতে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত
অন্যদিকে আসামিদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আসামি নিশানের জামিন মঞ্জুর করেন। অন্যদিকে পাঁচ আসামির জামিন নামঞ্জুর করে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আইনজীবীদের গ্রেপ্তারের খবরে তাদের সহকর্মীরা আদালত প্রাঙ্গণে এসে ভিড় করেন। এজলাস এবং এর বাইরে আইনজীবীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায়। তারা আইনজীবীদের জামিন চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পুলিশের বিরুদ্ধেও তারা বিভিন্ন স্লোগান দেন। হৈচৈ’র কারণে আদালতের বিচারকাজ বিলম্ব হয়। বিচারক ৩টা ৫ মিনিটের দিকে এজলাস থেকে নেমে যান।
এরপরও আইনজীবীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ঢাকা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতারাও আসেন শুনানিতে। তারা আইনজীবীদের শান্ত থাকতে বলেন।
এরই মাঝে শুনানি অনুষ্ঠিত হয়। আসামিদের পক্ষে সিনিয়র আইনজীবী কাজী নজিব উল্যাহ হিরু, এহেসানুল হক সমাজীসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে প্রিজন ভ্যানে বাসের ধাক্কায় ১৭ বন্দি ও ২ পুলিশ আহত
এর আগে মারধরের ঘটনায় মঙ্গলবার রাতে শ্যামপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাড়ে চারশোজনের বিরুদ্ধে মামলা করেন আহত ট্রাফিক সার্জেন্ট আলী হোসেন।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে জুরাইন রেলগেট সড়কের উল্টোদিক দিয়ে স্বামী ইয়াসিনের সঙ্গে মোটরসাইকেলযোগে আসছিলেন আইনজীবী নিশাত। এসময় সার্জেন্ট আলী হোসেন ও ট্রাফিক কনস্টেবল সিরাজ তাদের গতিরোধ করেন।
নিশাত নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সার্জেন্ট আলী হোসেনের সঙ্গে তর্কে লিপ্ত হন। একপর্যায়ে ইয়াসিন মোটরসাইকেল থেকে নেমে সার্জেন্ট আলী হোসেনকে ধাক্কা দেন। এসময় আইনজীবী নিশাত চিৎকার শুরু করলে পাঠাও ও অটোচালকরা সার্জেন্ট আলী হোসেনের ওপর হামলা করেন।
খবর পেয়ে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল দত্ত অপুসহ পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে এবং ট্রাফিক বক্স ভাঙচুর করে। পরে আহত পুলিশ সার্জেন্ট আলী হোসেনসহ তিন পুলিশ সদস্যকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এতে আহত সার্জেন্ট আলী হোসেনের হাতে ২১টি সেলাই দিতে হয়েছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে রাজশাহীতে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
২ বছর আগে
রাজধানীর জুরাইনে জুতার কারখানায় আগুন
রাজধানীর শ্যামপুর জুরাইনে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পাশে একটি জুতার কারখানায় রবিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান ইউএনবিকে বলেন, ‘রাত ১১টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং ১২টা এক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়।
তিনি বলেন, ফায়ার সার্ভিসকর্মীরা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ জানা যায়নি।’
আরও পড়ুন: পুরান ঢাকায় জুতার গোডাউনে আগুন
গাজীপুরে ঝুট গুদামে আগুন
২ বছর আগে