ফকিরহাট
খুলনায় বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত
খুলনার ফকিরহাটে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নিহত সন্তানের মা।
শনিবার (২২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের পিলজংগ ইউনিয়নের মহাদেবের দোকান নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক খলিলুর রহমান (৪৫) এবং তার এক বছরের শিশু ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ১
এছাড়া গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম (৩৫)। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে পটুয়াখালী থেকে মোটরসাইকেলে চড়ে তিন আরোহী ফকিরহাট উপজেলার মহাদেবের দোকান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাগেরহাটগামী একটি বাসের নিচে চলে যান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এছাড়া আহত ওই নারীকে হাসপাতালে পাঠানো হয়।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
আরও পড়ুন: চট্টগ্রামে সিএনজিতে বাসের ধাক্কায় নিহত ২
৬ মাস আগে
বাগেরহটে নারকেল গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
বাগেরহাটের ফকিরহাটে নারকেল গাছ থেকে পড়ে এক দিনমজুর মারা গেছেন। মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মানসা সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ শেখ (৬৫) মধ্যবাহিরদিয়া গ্রামের মৃত কোহিল উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বাল্কহেড ডুবে ৩ শ্রমিকের মৃত্যু
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, সকালে কল্পনা চক্রবর্তীর নারকেল গাছ পরিস্কার করার জন্য গাছে ওঠেন ইউছুস শেখ। নারকেল গাছটি বৃষ্টির পানিতে স্যাঁতস্যাঁতে হয়ে থাকায় হাত ফসকে মাটিতে পড়ে যান তিনি।
তিনি আরও বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ঝালকাঠিতে জ্বরে আক্রান্ত দিনমজুরের মৃত্যু, এলাকায় করোনা ভীতি
চুয়াডাঙ্গায় বজ্রপাতে ৩ দিনমজুরের মৃত্যু
১ বছর আগে
ফকিরহাটে সাবেক জনপ্রতিনিধিকে লাঞ্চিত করার অভিযোগে ইউএনও প্রত্যাহার
বাগেরহাটের ফকিরহাটে সাবেক জনপ্রতিনিধিকে থাপ্পড় মারা অভিযোগে ইউএনও মো. মনোয়ার হোসেনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সোমবার রাত ৯টার সময় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রেহেনা আক্তার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়।
আদেশে উল্লেখ করা হয়, ইউএনও মনোয়ার হোসেনকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্তের নির্দেশ দেয়া হয়।
এর আগে গত ১মার্চ সকালে ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে ইউএনওর গাড়িতে ঘষা লাগার অভিযোগে মোটরসাইকেল আরোহী সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থলের কাছে থাকা একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেছে ধরা পড়ে ওই চিত্র।
আরও পড়ুন: বাসাইলের সাবেক ইউএনও মঞ্জুরের বিরুদ্ধে ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা
এতে দেখা যায়, বেলা ১১টা ৩২ মিনিটের দিকে মহাসড়ক ধরে ফকিরহাটের দিক দিয়ে ইউএনওর গাড়িটি ফলতিতার দিকে যাচ্ছিল। কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়িটি উল্টোভাবে আবার সেখানে ফিরে আসে। মিজানুর তা দেখে তার মোটরসাইকেলটি নিয়ে দাঁড়িয়ে পড়েন। এরপর গাড়ি থেকে চালক নেমে আসেন এবং তাদের মধ্যে কিছু কথা হয়।
একপর্যায়ে ইউএনও গাড়ির পেছন থেকে আনসারের পোশাক পরা এক ব্যক্তি মিজানুরকে টেনে নিয়ে গাড়িতে তুলতে চেষ্টা করে। এ সময় গাড়িতে উঠতে না চাওয়া ওই সাবেক জনপ্রতিনিধিকে ইউএনও এসে দু’টি থাপ্পড় দেন। এরপরই দরজা লাগিয়ে গাড়িটি আবারও সামনের দিকে চলে যায়।
এই ঘটনার পর থেকেই ওই ইউএনও’র বিরুদ্ধে বিভিন্ন সময়ের নানান অভিযোগ দিতে থাকেন স্থানীয়রা।
আরও পড়ুন: ঘোড়াঘাট ইউএনও হত্যাচেষ্টা মামলায় বাগান মালির ১৩ বছরের কারাদণ্ড
১ বছর আগে
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বাগেরহাটের ফকিরহাটে পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। বুধবার বেলা ২টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা গ্রামের সরদার মোজাহার আলীর ছেলে সাকির সরদার (২০) এবং একই গ্রামের মোহর আলীর ছেলে সাদিক (২০)। এদের মধ্যে সাকির মৎস্যঘের ব্যবসায়ী এবং সাদিক বোতলজাত পানির ব্যবসার সঙ্গে জড়িত।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, চালক আটক
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলী মুজ্জামান জানান, একটি মোটরসাইকেল যোগে ওই দুই বন্ধু খুলনার রুপসার দিকে যাচ্ছিল। পথে কাকডাঙ্গা এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিচয়ের একটি পরিবহন ওই মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে।
আরও পড়ুন: মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত
১ বছর আগে
বাগেরহাটে ট্রাক-সিএনজি মুখোমুখি সংর্ঘষ, তিন মাদরাসাছাত্র নিহত
বাগেরহাটের ফকিরহাটে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে তিনজন মাদরাসাছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুজন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাগেরহাট সদর উপজেলার রনজিৎপুর গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুল্লা আল মাহামুদ (২৫), জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের ফেরদাউস আলীর ছেলে আব্দুল গফুর (১৪) এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মালেখা গ্রামের আশরাফ আলীর ছেলে সালাউদ্দিন (১৭)। তারা সবাই বাগেরহাট সদরের হাকিমপুর কওমি মাদরাসার ছাত্র।
আরও পড়ুন: ২০২১ সালে দেশে ৫৩৭১ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২৮৪
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে পাঁচজন মাদরাসাছাত্রকে নিয়ে সিএনজিটি বাগেরহাটের হাকিমপুরে আসছিল। পথিমধ্যে শ্যামবাগাত এলাকায় পৌঁছলে মোংলা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলে তিনজন মাদরাসাছাত্র নিহত এবং দুজন আহত হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয় গেছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে।
আহত শাকিব হাসান (১৭) এবং হুসাইন শেখকে (১৭) খুলনা মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংর্ঘষ হয় বলে ওসি জানান।
আরও পড়ুন: পিকনিক থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২ বছর আগে
ফকিরহাটে শতভাগ মানুষকে টিকাদান
বাংলাদেশের প্রথম উপজেলা হিসেবে বাগেরহাটের ফকিরহাটে করোনার টিকা পাওয়ার যোগ্য শতভাগ মানুষ কমপক্ষে এক ডোজ টিকা নিয়েছেন। এমন সময়ে এ উল্লেখযোগ্য অর্জন হলো যখন বিশ্বের বিভিন্ন দেশ টিকার নেয়ার বিষয়ে মানুষকে বুঝাতে লড়াই করছে।
বৃহস্পতিবার ফকিরহাট প্রথম উপজেলা হিসেবে টিকা পাওয়ার যোগ্য শতভাগ মানুষকে এক ডোজ টিকা দেয়া সম্পন্ন করেছে।
ফকিরহাট উপজেলায় এক লাখ ৬৩ হাজার মানুষ বসবাস করেন। তারা মাসের পর মাস ও দিনের পর দিন দীর্ঘ সারিবদ্ধ হয়ে টিকার জন্য কেন্দ্রে দাঁড়িয়েছেন।
ছাত্র, শিক্ষক, কৃষক, কুমার- বৃদ্ধ, তরুণ, ধনী, দরিদ্র, উচ্চ বা কম শিক্ষিত- সবাই তাদের নাম ডাকা হলে উপস্থিত হয়েছেন এবং কয়েক সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজ নিয়েছেন।
আরও পড়ুন: তিনটি দেশে ৭ কোটি কোভোভ্যাক্স টিকার ডোজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত
২ বছর আগে
ফকিরহাটে বাঘের চামড়াসহ আটক ২
বাগেরহাটের ফকিরহাটে একটি রয়েল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার করেছে র্যাব। এসময় বাঘের চামড়া পাচারকারি চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
শনিবার রাত সোয়া ১০টার দিকে র্যাব খুলনা-৬ এর সদস্যরা জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী বাজার এলাকায় ওই অভিযান চালায়।
আটকরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের কোরেশ মাহমুদের ছেলে মো. আজিজুর রহমান (৪৫) এবং সোনাডাঙ্গা থানার গ্রামিন আবাসিক এলাকার মো. জামাল খানের ছেলে মো. সাইদ খান (৩৫)।
রবিবার সন্ধ্যায় র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সুন্দরবনে হরিণের মাংস, ফাঁদসহ আটক ১০
এতে বলা হয়, র্যাব খুলনার একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধমে জানতে পারে যে, শনিবার রাত সোয়া ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বাজার এলাকায় কতিপয় চোরাকারবারি বাঘের চামড়া ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা পাচারকারি চক্রের সদস্য আজিজুর রহমান এবং সাইদ খানকে আটক করে। এসময় তাদের হেফাজত থেকে একটি বাঘের চামড়া উদ্ধার করা হয়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম জানান, একটি বাঘের চামড়াসহ আটক দুজনকে র্যাবের পক্ষ থেকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র্যাব সদস্যরা বাদী একটি মামলা দায়ের করেছেন।
পড়ুন: বাগেরহাটে হরিণের ১৮ চামড়াসহ দুই পাচারকারি আটক
৩ বছর আগে