বাংলাদেশের প্রথম উপজেলা হিসেবে বাগেরহাটের ফকিরহাটে করোনার টিকা পাওয়ার যোগ্য শতভাগ মানুষ কমপক্ষে এক ডোজ টিকা নিয়েছেন। এমন সময়ে এ উল্লেখযোগ্য অর্জন হলো যখন বিশ্বের বিভিন্ন দেশ টিকার নেয়ার বিষয়ে মানুষকে বুঝাতে লড়াই করছে।
বৃহস্পতিবার ফকিরহাট প্রথম উপজেলা হিসেবে টিকা পাওয়ার যোগ্য শতভাগ মানুষকে এক ডোজ টিকা দেয়া সম্পন্ন করেছে।
ফকিরহাট উপজেলায় এক লাখ ৬৩ হাজার মানুষ বসবাস করেন। তারা মাসের পর মাস ও দিনের পর দিন দীর্ঘ সারিবদ্ধ হয়ে টিকার জন্য কেন্দ্রে দাঁড়িয়েছেন।
ছাত্র, শিক্ষক, কৃষক, কুমার- বৃদ্ধ, তরুণ, ধনী, দরিদ্র, উচ্চ বা কম শিক্ষিত- সবাই তাদের নাম ডাকা হলে উপস্থিত হয়েছেন এবং কয়েক সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজ নিয়েছেন।
আরও পড়ুন: তিনটি দেশে ৭ কোটি কোভোভ্যাক্স টিকার ডোজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত