দলীয় পদ
মাত্র এক সপ্তাহে যেভাবে বদলে গেলো মুরাদের জীবন!
মাত্র এক সপ্তাহ আগেও ডা. মুরাদ হাসান ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ক্ষমতাধর প্রতিমন্ত্রী। কিন্তু আজ নিজের মুখ ঢাকার মতো কোনো জায়গাও খুঁজে পেলেন না তিনি।
নারী বিদ্বেষী বক্তব্য দিয়ে সময়ের ব্যবধানে মুরাদ একে একে মন্ত্রিত্ব, দলীয় পদ ও রাজনৈতিক আশ্রয় হারিয়েছেন; এমনটাই বিশ্বাস করেন রাজনীতি বিশ্লেষকরা।
তবে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারালেও মুরাদ এখনও একজন সংসদ সদস্য।
ব্যাপক সমালোচনার মধ্যে নিজেকে আড়াল করার জন্য মুরাদ দেশ ত্যাগ করেন। তবে তার এ চেষ্টাও ব্যর্থ হয়েছে। কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে ঢুকার চেষ্টায় ব্যর্থ হয়ে রবিবার বিকালে দেশে ফিরে এসেছেন তিনি।
হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ইউএনবিকে বলেন, মুরাদ বিকাল ৫টার দিকে ই কে ৫৮৬ নামে এমিরেটসের একটি ফ্লাইটে করে দেশে ফেরেন এবং সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হন তিনি। এ সময় গণমাধ্যমের দৃষ্টি এড়াতে জ্যাকেটের হুডি ও মাস্ক দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন তিনি।
আরও পড়ুন: মুরাদের বিরুদ্ধে সিলেটে মামলা, শুনানি ১৫ ডিসেম্বর
৩ বছর আগে