সার্ভিস
ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ১০২ চালু
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে তিন ডিজিটের নতুন হটলাইন নম্বর ১০২ চালু করেছে।
বৃহস্পতিবার (৬ জুন) বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার জানান, প্রাথমিকভাবে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে টিঅ্যান্ডটি ছাড়া সব অপারেটর থেকে এই জরুরি সেবা গ্রহণ করা যাবে। তবে শিগগিরই টিঅ্যান্ডটির মাধ্যমেও এই সেবা পাওয়া যাবে।
আরও পড়ুন: ২০২৪-২৫ অর্থবছরের বাজেট: তামাকপণ্যের দাম বাড়লেও সামর্থ্যের মধ্যে থাকবে
বর্তমানে সক্রিয় ১১ ডিজিটের ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ এবং ৫ ডিজিটের হটলাইন ১৬১৬৩ চালু রয়েছে। তবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর ১৬১৬৩ হটলাইন বন্ধ হয়ে যাবে এবং শুধু ১০২ হটলাইন নম্বর সচল থাকবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেবা প্রদানের জন্য প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে। সেবা গ্রহীতাদের তথ্য সরবরাহের অন্যতম প্রধান মাধ্যম হলো টেলিফোন যোগাযোগের মাধ্যম।
এর আগে ৫ ডিজিটের হটলাইন নম্বর ১৬১৬৩ চালু করা হয়েছিল, কারণ জরুরি অবস্থার সময় ১১ ডিজিটের ফোন নম্বর মনে রাখা কিছুটা কঠিন। সেবা নেওয়াকে আরও সহজ করতে তিন ডিজিটের ১০২ নম্বরের হটলাইন নম্বর চালুর উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: বাজেট ঘাটতি মেটাতে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিতে চায় সরকার
বরাদ্দ কমছে যোগাযোগ খাতে
৬ মাস আগে
ঢাকা থেকে কার্গো সার্ভিস চালু করতে যাচ্ছে ইজিপ্টএয়ার
ঢাকা-কায়রো-ঢাকা সরাসরি ফ্লাইট পরিচালনায় গত তিন মাসে যাত্রীদের ব্যাপক সাড়া পাওয়ায় এবার দুটি গন্তব্যের জন্য তার কার্গো পরিষেবা চালু করছে ইজিপ্টএয়ার।
এভিয়েশন ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, শিগগিরই ঢাকা থেকে মিশরের জাতীয় পতাকাবাহী সংস্থা কার্গো ব্যবসা শুরু করবে।
আরও পড়ুন: এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট-ফার্মগেট সেকশন সেপ্টেম্বরে চালু হবে: কাদের
নতুন ব্যবসার আনুষ্ঠানিক সূচনাকে স্মরণ করার জন্য ইজিপ্টএয়ার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে।
এর আগে ১৪ মে ইজিপ্টএয়ার ৩০৯ জন যাত্রী নিয়ে আসন পূরণ করে তাদের যাত্রা শুর করে।
মিশর এয়ার বাংলাদেশ অফিসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ফরহাদ হোসেন জানিয়েছেন, উদ্বোধনী ফ্লাইট ৩০টি বিজনেস ক্লাসসহ ৩০৯ আসনের নতুন বোয়িং ৭৮৭-৯ বিমান মিশরের রাজধানী কায়রোর উদ্দেশে রাজধানী শহর ঢাকা ছেড়েছে।
তিনি ইউএনবিকে বলেন, সেদিন থেকে আমরা আমাদের যাত্রীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। এটি আমাদের কার্গো পরিষেবা প্রদানের জন্য পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে।
তিনি আরও বলেন, এটি ছিল মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থার নিয়মিত নন-স্টপ ঢাকা-কায়রো-ঢাকা ফ্লাইট পরিচালনার প্রথম ফ্লাইট।
ফরহাদ হোসেন বলেন, ইজিপ্টএয়ারের পরিকল্পনা অনুযায়ী এয়ারলাইনটি এখন ঢাকা ও কায়রোর মধ্যে সাপ্তাহিক দুটি ফ্লাইট পরিচালনা করছে।
তিনি আরও বলেন, এয়ারলাইনটি নতুন বোয়িং ৭৮৭-৯ এয়ারক্রাফট দিয়ে সাপ্তাহিক দুই বার রবিবার ও বুধবার ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা করে।
পর্যটন শিল্পের অভ্যন্তরীণ ব্যক্তিরা বলেছেন যে, মিশর ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিমান যোগাযোগ চালু হওয়া উভয় ভ্রাতৃপ্রতিম দেশের জন্য পর্যটন খাতে একটি বিশাল সুযোগ উন্মুক্ত করেছে।
আরও পড়ুন: আইওএসএ সনদ পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স
ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ২০তম এয়ারক্রাফট
১ বছর আগে
শাবিপ্রবির গবেষণা: হাওরের ইকোসিস্টেম সার্ভিসে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরূপণ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গবেষণায় দেশের প্রথমবারের মত হাওরের ইকোসিস্টেম সার্ভিস এবং মাছের জিনগত সম্পদের ওপর চলমান জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরূপণ করার বিষয়টি উঠে এসেছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত টেকসই মৎস্যখাত শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাটি উপস্থাপন করা হলে তা সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং বেস্ট প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড লাভ করে।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান ও ড. মো. আশরাফুজ্জামানের তত্ত্বাধানে পিএইচডি গবেষক আতিকুর রহমান সানী গবেষণা কার্যক্রমটি পরিচালনা করেন। ২০১৯ সাল থেকে ‘ফ্যাক্টর্স অ্যাফেক্টিং এনভায়রনমেন্টাল চেঞ্জেস এন্ড ইটস ইমপ্যাক্ট অন ওয়েটল্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস, একুয়াটিকে বায়োডাইভার্সিটি এন্ড হিউম্যান ওয়েলবিং’ শিরোনামে গবেষণা কার্যক্রমের কাজ পরিচালনা করা হয়।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’: একিউআই
গবেষণাপত্র সূত্রে জানা যায়, হাওরের ইকোসিস্টেম (বাস্তুতন্ত্র) পরিসেবার মোট ২২টি উপ-শ্রেণী চিহ্নিত করা হয়েছে। ইকোসিস্টেম পরিসেবা (সার্ভিস) হল সেই সুবিধাগুলি যা মানব জনগোষ্ঠী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাস্তুতন্ত্রের কার্যকারিতা থেকে পায়। প্রাপ্ত ইকোসিস্টেম পরিসেবার মধ্যে ধান, মাছ, পাখি, জলজ প্রাণী, জীববৈচিত্র্য, মাটি গঠন, পুষ্টি চক্র চালানো, পলল ধারণ, প্রাথমিক উৎপাদন, পানি প্রবাহ, পানি পরিশোধন, শিক্ষা, গবেষণা, পর্যটন, কালোমাটি, জ্বালানি কাঠ, বালি, পাথর ইত্যাদি অন্যতম।
পিএইচডি গবেষক আতিকুর রহমান সানী বলেন, ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) বিভিন্ন পরিবেশগত পরামিতিগুলির উপর ৩৬ বছরের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে গবেষণাটি হাওর অঞ্চলের পরিবেশগত পরিবর্তনগুলি ট্র্যাক করে। এছাড়াও অক্টোবর ২০১৯ থেকে মার্চ ২০২২ পর্যন্ত হাওর-নির্ভর জনসংখ্যার মতামত ও পানির গুণাগুণ পরীক্ষার মাধ্যমে এই অঞ্চলের পরিবেশগত পরিবর্তনগুলি আরও গভীরভাবে যাচাই করা হয়েছে। তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা ইত্যাদির মতো পরিবেশগত পরিবর্তনের ডাটা বিশ্লেষণ বছরের পর বছর ধরে যথেষ্ট ওঠানামা দেখায় যা হাওরের উৎপাদনশীলতা এবং পরবর্তীতে হাওর ইকোসিস্টেম সার্ভিস সরবরাহকে প্রভাবিত করতে পারে।’
তিনি আরও জানান, পরিবেশগত কারণগুলো ছাড়াও বিভিন্ন মানবসৃষ্ট কারণ যেমন অবৈধ মাছ ধরা এবং সম্পদের অতিরিক্ত আহরণ, লিজ ব্যবস্থাপনা ইকোসিস্টেম সার্ভিসের গুণগতমান এবং পরিমাণকে আরও খারাপ করতে পারে বলে গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই অঞ্চলে জনগোষ্ঠী ও জীববৈচিত্রের উন্নয়নের জন্য ইকোসিস্টেম সার্ভিসের প্রবাহ বজায় রেখে এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য নীতি নির্ধারকদের প্রয়োজনীয়তার ব্যবস্থা গ্রহণ করা উচিত।
সার্বিক বিষয়ে অধ্যাপক ড. শামসুল হক প্রধান বলেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পেছনে হাওরের অনন্য অবদান রয়েছে। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও হাওর এতদিন ছিল দৃষ্টির আড়ালে। টাংগুয়ার হাওর অববাহিকার পরিবেশগত পরিবর্তনের অবস্থা, ইকোসিস্টেম পরিসেবা, জলজ জীববৈচিত্র এবং নির্ভরশীল জীবিকার উপর এর পরবর্তী প্রভাবগুলি ভালোভাবে অধ্যয়ন করা হয়নি, এটি এখনও প্রায় অনাবিষ্কৃত এবং সঠিকভাবে পরিচালিত করা যাচ্ছে না। তাই হাওরের বাস্তুতন্ত্রের সেবা, জলজ জীববৈচিত্র্য এবং এই অববাহিকায় আশ্রিত জনগোষ্ঠীর মানুষের জীবনের উপর পরিবেশগত পরিবর্তন, এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের প্রবণতা মূল্যায়নের জন্য এই গবেষণার উদ্যোগ নেয়া হয়েছে।
আরও পড়ুন: দেশে আরও বৃষ্টির পূর্বাভাস
ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহর
২ বছর আগে
রাজশাহী শহরে চালু হলো সিটি সার্ভিস
হঠাৎ অটোরিকশা বন্ধ করে জনগণকে জিম্মি করে ভাড়া আদায় করা হচ্ছে। এই নৈরাজ্য থেকে মুক্তি পেতে অবশেষে সোমবার সকাল থেকে রাজশাহী নগরীতে নামানো হয়েছে ইন্টার সিটিবাস। অল্পপরিসরে সাধারণ যাত্রী এসব বাসে করে বিভিন্ন গন্তব্যে পৌঁছাচ্ছে।
ভাড়া বৃদ্ধির দাবিতে রবিবার সকাল থেকে রাজশাহী মহানগরীতে হঠাৎ করে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছে চালক-মালিকদের একাংশ। ফলে চরম ভোগান্তিতে পড়েছে শহরের বাসিন্দা ও শিক্ষার্থীসহ লাখো মানুষ।
আরও পড়ুন: রাজশাহীতে শিয়ালের কামড়ে ১৮ কৃষক আহত
এই সুযোগে কিছু অটোচালক ও চার্জার চালিত রিকশা চালকদের বিরুদ্ধে বেশি ভাড়া আদায় করে নেয়ার অভিযোগ উঠে। এ নিয়ে দিনভর নগরীতে বিভিন্ন জায়গায় হট্টগোলও দেখা দেয়।
রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বলেন, গত দুদিন থেকে অটোরিকশা চালক-মালিকরা চলাচল বন্ধ করে দিলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা বিপদে পড়ে। এছাড়াও অটোচালকদের জিম্মিদশা থেকে জনগণকে উদ্ধার করতে নগরীর বিভিন্ন পয়েন্টে প্রাথমিক অবস্থায় ৩০টি বাস চলাচল করছে। সোমবার বিকাল থেকে নিয়মিত যাতায়াত শুরু করেছে।
রাসিক মেয়রের সঙ্গে আলোচনা করে সিটিং সার্ভিস বাস নামানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত নিজেদের উদ্যোগে এই সার্ভিস চালু করা হচ্ছে পরবর্তিতে এসব চিন্তা ভাবনা করা হবে বলে জানান।
ভাড়া আদায় ও শিক্ষার্থীদের জন্য কোন ছাড় রাখা হয়েছে কিনা এসব বিষয়ে তিনি বলেন, এখনও ভাড়া নির্ধারণ করা হয়নি। শহরের মধ্যে ৫ টাকা ১০ টাকা ভাড়া এভাবেই চলবে।
তবে কেবল মাত্র শুরুর পরে এসব বিষয়ে চিন্তা ভাবনা করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: রাজশাহী সিটির ৯৫২ পুকুর সংরক্ষণের নির্দেশ
প্রেমের টানে রাজশাহীতে মালয়েশিয়ান তরুণী
২ বছর আগে
ইউএন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড গ্রহণ করলেন ভূমিমন্ত্রী
ঢাকা,১৩ ডিসেম্বর (ইউএনবি)- ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের পক্ষে জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০ গ্রহণ করেছেন। ভূমি মন্ত্রণালয় জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্ত যেকোনো পর্যায়ে বাংলাদেশের প্রথম সংস্থা/প্রতিষ্ঠান।সোমবার ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় মদিনাত জুমেইরাহ সম্মেলন কেন্দ্রে সংযুক্ত আরব আমিরাত এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে ভূমিমন্ত্রী অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
আরও পড়ুন: পুঁজিবাজার শিগগিরই দেশে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান উৎস হবে: ভূমিমন্ত্রী
এসময় অ্যাওয়ার্ড গ্রহণের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্ত্রী বলেন জাতিসংঘ পুরস্কার প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ও জাতির সম্মিলিত অর্জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ‘ডিজিটাল বাংলাদেশ’-এর অধীনে ই-নামজারি ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,বক্তৃতায় সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড বাংলাদেশের সমগ্র ভূমি ব্যবস্থাপনাকে অটোমেটশন করার উদ্যোগকে আরও প্রাণবন্তভাবে সম্পন্ন করতে উৎসাহিত করবে।’
উল্লেখ্য,ভূমিসেবা গ্রহীতাদের সহজে সেবা প্রদানে, নারী ও প্রতিবন্ধীদের ভূমি ব্যবস্থাপনায় অধিকতর অন্তর্ভুক্ত করতে, বাংলাদেশের টেকসই উন্নয়নের অভীষ্ট বাস্তবায়নে, সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত রূপকল্প ২০৪১ বাস্তবায়নে ই-নামজারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি ১৩ থেকে ১৫ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ‘আগামীর জনসেবা উদ্ভাবন: টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে নব যুগের জন্য নতুন সরকারী মডেল’ প্রতিপাদ্যে ৩দিন ব্যাপী আয়োজিত ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস ফোরাম’-এর একটি অংশ।
আরও পড়ুন: পুঁজিবাজারে গতি আনতে প্রকৃত উদ্যোক্তাদের উৎসাহ দিতে হবে: ভূমিমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আল গেরগাওয়ি, রাষ্ট্রীয় উন্নয়ন ও ভবিষ্যৎ প্রতিমন্ত্রী ওহুদ আল রুমি, জাতিসংঘের ম্যানেজমেন্ট, পলিসি, স্ট্র্যাটেজি ও কমপ্লায়েন্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গবেষক, বেসরকারি খাত এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা এবং পুরস্কার বিজয়ী বিভিন্ন উদ্যোগের উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ১৬ জুন, ২০২০ তারিখে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০ বিজয়ী উদ্যোগের নাম ঘোষণা করে। বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় ‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠানের বিকাশ’ ক্যাটাগরিতে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০ অর্জন করে।
২৩ জুন ২০২০ তারিখে ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস দিবস ভার্চুয়াল ইভেন্টে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল লিউ জেনমিন 'ইউএন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০' অর্জন করার জন্য বাংলাদেশ সহ বিজয়ী দেশসমূহকে অভিনন্দন জানান। ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার বুসানে 'ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস ফোরাম' ও ‘পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ বিতরণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, যা বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করেছিল জাতিসংঘ। এই বছর ২০২১ সালে জাতিসংঘ ২০২০ ও ২০২১ সালের ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান একই সাথে দুবাইয়ে আয়োজন করল। এবার এই দুই বছরের জন্য ১৫টি দেশের ১৭টি উদ্যোগকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আরও পড়ুন: শতভাগ ডিজিটাল প্রক্রিয়ায় যাচ্ছে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা: ভূমিমন্ত্রী
৩ বছর আগে