সেগুনবাগিচা
সেগুনবাগিচায় কর কমিশন ভবনের আগুন নিয়ন্ত্রণে
ঢাকার সেগুন বাগিচায় কর কমিশনের ১২ তলা ভবনের চতুর্থ তলার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সোমবার দুপুরে ভবনের চতুর্থ তলার কার্নিশে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার বলেন, ‘দুপুর ১টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২ টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর শ্যামপুরে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
২ বছর আগে
সেগুনবাগিচায় আবাসিক ভবনে আগুন
নগরীর সেগুনবাগিচা এলাকায় একটি ১৬ তলা আবাসিক ভবনে মঙ্গলবার ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের ডিউটি অফিসার (মিডিয়া), রাফি আল ফারুক জানান, ডেম-ইনো আলতুরা ভবনের পঞ্চম তলার ছাদে বৈদ্যুতিক তার থেকে এই আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় ভোর ৩টা ২৭ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানিয়েছেন বেশিরভাগ বাসিন্দাই আতঙ্কে ভবন থেকে বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: নাজিরাবাজারে গ্যাস লাইন বিস্ফোরণ: আহত ৩
রাজধানীর আরকে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৩
৩ বছর আগে