রাষ্ট্রপতি কোবিন্দ
বাংলাদেশ ভারতের উন্নয়ন সহযোগী: রাষ্ট্রপতি কোবিন্দ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বহুত্ববাদ ও গণতন্ত্রের আদর্শ উল্লেখ করে সফরত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বলেছেন, ‘বাংলাদেশ ভারতের উন্নয়ন সহযোগী। আমাদের অংশীদারিত্ব ব্যাপক ও প্রাণবন্ত।’
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
ভারতের রাষ্ট্রপতি জানান, বাংলাদেশের তিনটি বড় উপলক্ষে- স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন- এখানে এসে তিনি খুশি।
মহামারি সম্পর্কে ভারতীয় রাষ্ট্রপতি বলেন, কোভিড-১৯ একটি ‘অদৃশ্য শক্তি’ যা সবকিছু ধ্বংস করছে।
তিনি বলেন, বাংলাদেশই প্রথম দেশ যারা ভারত থেকে কোভিড-১৯ টিকা পেয়েছে এবং করোনা মোকাবিলায় ভারতে ওষুধ পাঠানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে আবির্ভূত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কোবিন্দ।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতি ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
২ বছর আগে