স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
নাটোরে নিখোঁজের ৪ ঘণ্টা পর স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
নাটোরের সিংড়ায় নিখোজেঁর চার ঘণ্টা পর তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ১০টার দিকে এলাকার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আসিফ উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের কৃষক ভুলু মিয়ার ছেলে। তার বয়স আনুমানিক ৯ বছর।
আরও পড়ুন: বরিশালে লঞ্চ থেকে তরুণীর লাশ উদ্ধার
সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, পাঙ্গাসিয়া গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্র আসিফ বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের দোকানে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয়। পরে রাত ১০টার দিকে প্রাথমিক বিদ্যালয়ের পেছনে আসিফের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। এরপর খবর পেয়ে পুলিশ ও সিআইডি ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাতেই লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: কুমিল্লায় ডাক বিভাগের নৈশ প্রহরীর লাশ উদ্ধার
৩ বছর আগে