বই উদ্ধার
গলাচিপায় সরকারি বই উদ্ধার, আটক ২
পটুয়াখালীর গলাচিপায় ভাঙারির দোকান থেকে পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের সরকারি বিনামূল্যের ৬৮০ কেজি বিভিন্ন শ্রেণির বই উদ্ধার করা হয়েছে। এ সময় এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: বই দিয়ে নির্মিত কলেজের প্রধান ‘ফটক’
বুধবার সন্ধ্যায় উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধলু ফকির বাজারে মো. মিলন হাওলাদারের ভাঙারি দোকান থেকে বইগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি ও একই এলাকার মৃত সুরত আলীর ছেলে মো. সহিদুল ইসলাম খান (৫৬) ও ভাঙারির দোকনের কর্মচারী দশমিনা উপজেলার বেতাগী গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে মো. মজিদ চৌকিদার (৬২) ।
আরও পড়ুন: এক ট্রাক মাধ্যমিকের বইসহ শেরপুরে আটক ২
এ ব্যাপারে গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বাদী হয়ে গলাচিপা থানায় নাম উল্লেখিত তিন জনসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে অভিযোগ করেন বলে জানা গেছে।
৩ বছর আগে