‘স্পাইডার–ম্যান: ফার ফ্রম হোম’
স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’
আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী শুক্রবার (১৭ ডিসেম্বর) মুক্তি পেল স্পাইডার ম্যান সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে জনপ্রিয় সিরিজের এই সিনেমাটি।
স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা ও অনলাইনে এই সিনেমার টিকেট পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।‘স্পাইডার–ম্যান: নো ওয়ে হোম’ পরিচালনা করেছেন জন ওয়াটস। সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে টম হল্যান্ডকে। এছাড়াও রয়েছেন জেন্ডায়া, উইলেম ডেফো, জেমি ফক্স প্রমুখ। ‘অ্যাডভেঞ্চারর্স এন্ডগেম’ এ টনি স্টার্কের মৃত্যুর পর এই সিনেমায় স্পাইডারম্যানের জীবন কার্যত অভিভাবকহীন।
আরও পড়ুন: বেঙ্গল শিল্পালয়ে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবসিনেমার ট্রেলারে দেখা গিয়েছে পিটার পার্কার ড. স্টে্রঞ্জের সঙ্গে দেখা করছেন। তারা আলোচনা করছেন মিস্টিরিওর সেই ভিডিও ফুটেজ নিয়ে। ফুটে উঠেছে পিটারের পরিচয় জানার পর তাঁর জীবনের বিভিন্ন মানসিক টানাপোড়েন ও ওঠাপড়া। ট্রেলারের শেষে দেখা গিয়েছে ড. অক্টোপাসকেও। গোটা ট্রেলার জুড়েই রয়েছে টান টান নাটকীয়তা আর লাইফ অ্যাকশন। তবে কেবল অ্যাকশন বা রুদ্ধশ্বাস রহস্য নয়, পিটার পার্কারের জীবনে রয়েছে প্রেমের ছোঁয়াও।
উল্লেখ্য ‘স্পাইডার ম্যান: হোমকামিং’ মুক্তি পায় ২০১৭ সালে, ২০১৯ সালে আসে ‘স্পাইডার–ম্যান: ফার ফ্রম হোম’ এবং সবশেষ পর্ব ‘স্পাইডার–ম্যান: নো ওয়ে হোম’। সনির প্রযোজিত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে এই ফ্র্যাঞ্চাইজি সিরিজ।
আরও পড়ুন: বছরের সবচেয়ে বড় কনসার্ট ‘ঢাকা রক ফেস্ট ২.০’ হবে ২৩ ডিসেম্বর
৩ বছর আগে