ক্রিস্টাল মেথ আইস
টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার অস্ত্র-মাদক জব্দ, আটক ২
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে বৃহস্পতিবার পাঁচ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের অস্ত্র, ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা জব্দের দাবি করেছে বিজিবি। এসময় একজন মিয়ানমার নাগরিকসহ দুজনকে আটক করা হয়েছে।
আটক আসামিরা হলেন, টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে দ্বীন মোহাম্মদ (৪০)ও মিয়ানমারের মংডু থানার মৃত লাল মিয়ার ছেলে বদি আলম (৩০)।
বিজিবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বৃহস্পতিবার রাতে টেকনাফস্থ দমদমিয়া এলাকার পার্শ্ববর্তী নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় বিজিবি’র টহলদল স্পীড বোটের সাহায্যে একটি নৌকাকে বিভিন্ন দিক থেকে ঘেরাও করে একজন তালিকাভুক্ত বাংলাদেশি মানব পাচারকারী এবং একজন মিয়ানমার নাগরিকসহ নৌকাটিকে আটক করতে সক্ষম হয়। নৌকা তল্লাশি করে পাঁচ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের অস্ত্র, ক্রিস্টাল মেথ আইস, ইয়াবাসহ অন্যান্য মালামাল উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ৭৩ লাখ টাকার স্বর্ণের বার জব্দ
রামুতে সাড়ে ৬ কোটি টাকা মূলের আইস ও ইয়াবা জব্দ, আটক ২
৩ বছর আগে