মাদকদ্রব্যে
কক্সবাজারে ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ইয়াবা জব্দ, নারী আটক
কক্সবাজার জেলার সদর থানাধীন দক্ষিণ মুহুরী পাড়া এলাকায় বিশেষ চেকপোস্টে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৫৮ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটক করেছে র্যাব।
আটক নারী করিমা আক্তার রুবি (২৫) উখিয়া থানার আব্দুস শুক্কুরের স্ত্রী।
র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কক্সবাজার জেলার সদর থানাধীন দক্ষিণ মুহুরী পাড়া এলাকায় কক্সবাজার- টেকনাফ মহাসড়কের ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব। তল্লাশির এক পর্যায়ে র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা থামানোর সংকেত দিলে অটোরিকশাটি র্যাবের চেকপোস্টের সামনে থামায়। এ সময় অটোরিকশা থেকে একজন নারী স্কুল ব্যাগ নিয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা স্কুল ব্যাগ তল্লাশি করে ৫৮ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য এক কোটি ৭০ লাখ টাকা।
এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: রামুতে সাড়ে ৬ কোটি টাকা মূলের আইস ও ইয়াবা জব্দ, আটক ২
বিমানবন্দরে পেটের ভেতর থেকে মিলল দুই হাজার পিস ইয়াবা!
৩ বছর আগে